| |
               

মূল পাতা জাতীয় ড্রেনেজ ব্যবস্থাপনার দায়িত্ব ওয়াসা থেকে যাচ্ছে সিটি করপোরেশনে


প্রতিকি ছবি

ড্রেনেজ ব্যবস্থাপনার দায়িত্ব ওয়াসা থেকে যাচ্ছে সিটি করপোরেশনে


রহমত নিউজ     11 February, 2024     08:55 PM    


ড্রেনেজ ব্যবস্থাপনা সিটি করপোরেশনের হাতে রেখে ‘স্থানীয় সরকার (সিটি কর্পোরেশন) (সংশোধন) আইন, ২০২৪’-এর খসড়ার চূড়ান্ত অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা। রোববার প্রধানমন্ত্রীর কার্যালয়ে অনুষ্ঠিত মন্ত্রিসভা বৈঠকে এ অনুমোদন দেওয়া হয়। এতে সভাপতিত্ব করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। 

সচিবালয়ে সাংবাদিকদের মন্ত্রিপরিষদ সচিব মো. মাহবুব হোসেন ব্রিফিংকালে বলেন,‘ড্রেনেজ ব্যবস্থাপনা এখন ওয়াসা থেকে সিটি করপোরেশনে চলে আসছে। এই পুরো কাজটিকে আনার জন্য যে পরিবর্তন দরকার, সেটা এখানে আনা হয়েছে।’ 

সংশোধিত আইনটিতে সিটি করপোরেশনের কোনো কাউন্সিলের পদ শূন্য হলে, সেখানে সংরক্ষিত ওয়ার্ডের মহিলা কাউন্সিলরকে সেই ওয়ার্ডের দায়িত্ব দেওয়া হয়েছে।

মন্ত্রিপরিষদ সচিব বলেন, ‘আগে যেটা ছিল—কোনো কাউন্সিলর যদি অনুপস্থিত থাকতেন বা যদি উনি বিদেশে যান বা (কাউন্সিলর পদ) শূন্য হতো কোনো কারণে, পার্শ্ববর্তী ওয়ার্ডের কাউন্সিলর ওটার দায়িত্ব পেতেন। কিন্তু এখন যেটা করা হয়েছে—যদি শূন্য হওয়ার পরিস্থিতি সৃষ্টি হয়, তখন ওখানকার যে সংরক্ষিত আসনের যিনি কাউন্সিলর আছেন, তাকে ওই দায়িত্বটি দিতে হবে, সেই বিধানটি আসছে।’

এ ছাড়া মেয়র ও কাউন্সিলরদের ছুটি কমানো হয়েছে। মন্ত্রিপরিষদ সচিব বলেন, ‘আগে ছিল—একজন মেয়র কিংবা কাউন্সিলর বছরে তিন মাস পর্যন্ত ছুটি ভোগ করতে পারতেন অনুমতি নিয়ে। এখন সেটি করা হয়েছে এক মাস৷ আরেকটি বিষয় এসেছে, সেটি হলো—আগে ছিল একটা করপোরেশনের মেয়াদ শেষ হওয়ার আগে ১৮০ দিনের মধ্যে নির্বাচন করতে হবে, এখন যেটা পরিবর্তন করে ৯০ দিন করা হয়েছে।’ 

সংশোধিত আইনে সিটি করপোরেশনের সচিবকে নির্বাহী কর্মকর্তা হিসেবে নামকরণ করা হয়েছে বলেও জানান মন্ত্রিপরিষদ সচিব।