মূল পাতা আন্তর্জাতিক হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে ৫ মার্কিন সেনা নিহত
আন্তর্জাতিক ডেস্ক 09 February, 2024 11:27 AM
যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে ৫ নৌসেনা নিহত হয়েছেন। শুক্রবার (৯ ফেব্রুয়ারি) বিবিসির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
মার্কিন সেনাবাহিনী জানিয়েছে, হেলিকপ্টারটি নাভাদা থেকে ক্যালিফোর্নিয়া যাচ্ছিল। এ সময় সান ডিয়াগোর বাইরে প্রত্যন্ত এলাকায় তুষার ঝড়ের কবলে পড়ে হেলিকপ্টারটি বিধ্বস্ত হয়।
এটি ইউএস মেরিন কার্পোস-এর প্রশিক্ষণ হেলিকপ্টার ছিল। ইউএস মেরিন ক্রপস জানিয়েছে, সিএইচ-৫৩ই সুপার স্ট্যালিয়ন হেলিকপ্টারটি ক্যালিফোর্নিয়ার মিরামারে মেরিন ক্রপস এয়ার স্টেশন অভিমুখে রওনা হয়েছিল। পরে এটি সান ডিয়াগোর পূর্বে একটি পাহাড়ি এলাকায় বিধ্বস্ত হয়।
এক বিবৃতিতে থার্ড মেরিন এয়ারক্রাফট উইংয়ের কমান্ডার মেজর জেনারেল মাইকেল বোর্গস্কাচল জানান, আমাদের থার্ড মেরিন এয়ারক্রাফট উইং এবং ফ্লাইং টাইগারের প্রশিক্ষণ চলাকালে পাঁচ সেনা নিহত হয়েছেন।