| |
               

মূল পাতা স্বাস্থ্য নতুন বেসরকারি মেডিকেল কলেজ খোলার পক্ষে নন স্বাস্থ্যমন্ত্রী সামন্ত লাল সেন


নতুন বেসরকারি মেডিকেল কলেজ খোলার পক্ষে নন স্বাস্থ্যমন্ত্রী সামন্ত লাল সেন


রহমত নিউজ     08 February, 2024     12:38 PM    


যেসব বেসরকারি মেডিকেল কলেজের মানের ঘাটতি আছে তাদের চিহ্নিত করা হবে বলে জানিয়েছেন স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রী ডা. সামন্ত লাল সেন।

আগামী শুক্রবারের এমবিবিএস ভর্তি পরীক্ষাকে সামনে রেখে আজ (৮ ফেব্রুয়ারি) বৃহস্পতিবার সকালে সংবাদ সম্মেলনে স্বাস্থ্যমন্ত্রী বলেন, নতুন করে বেসরকারি মেডিকেল কলেজ খোলার পক্ষে তিনি নন। মানসম্মত চিকিৎসক তৈরিতে গুরুত্ব দেবে সরকার।

নিয়ম না মানায় ৪টি বেসরকারি মেডিকেল কলেজে ভর্তি কার্যক্রম বন্ধ ও ২টির নিবন্ধন বাতিল করা হয়েছে জানিয়ে স্বাস্থ্যমন্ত্রী বলেন, মান রক্ষা না করলে বেসরকারি মেডিকেলের অনুমোদন দেওয়া হবে না।

এসময় এমবিবিএস ভর্তি পরীক্ষা নিয়ে কোনো ধরনের গুজব ছড়ালে আইনানুগ ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দেন মন্ত্রী। এবার সারাদেশে ১৯টি কেন্দ্রে এমবিবিএস ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। দেশের সরকারি মেডিকেল কলেজগুলোতে ২০২৩-২৪ সেশনে আসন রয়েছে ৫ হাজার ৩৮০টি। বেসরকারি মেডিকেলে আসন রয়েছে ৬ হাজার ১৬৮টি। সব মিলিয়ে ১১ হাজার ৫৪৮টি আসনের জন্য ভর্তিযুদ্ধে লিপ্ত হবেন শিক্ষার্থীরা।