| |
               

মূল পাতা আন্তর্জাতিক এশিয়া সিরিয়ার পূর্বাঞ্চলে মার্কিন ঘাঁটিতে ড্রোন হামলা


সংগৃহীত

সিরিয়ার পূর্বাঞ্চলে মার্কিন ঘাঁটিতে ড্রোন হামলা


রহমত নিউজ     02 February, 2024     04:03 PM    


সিরিয়ার পূর্বাঞ্চলের সবচেয়ে বড় শহর দেইর ইজ-জোরে আল-ওমর তেলক্ষেত্রের কাছে অবস্থিত একটি মার্কিন নিয়ন্ত্রিত সামরিক ঘাঁটিতে বৃহস্পতিবার ড্রোন হামলা চালানো হয়েছে বলে জানিয়েছে আল মায়াদিন টেলিভিশন।

প্রতিবেদনে বলা হয়েছে, তিনটি ইউএভি হামলা চালানো হয়েছে এবং ‘শক্তিশালী বিস্ফোরণের’ শব্দ শোনা গেছে। তবে এ মুহূর্তে সম্ভাব্য ক্ষয়ক্ষতির কোনো তথ্য পাওয়া যায়নি। এমনকি কোনো পক্ষই হামলার দায় স্বীকার করেনি।

গাজা উপত্যকায় ফিলিস্তিন-ইসরাইল সংঘাত বৃদ্ধি পাওয়ার পর সিরিয়া ও ইরাকে মার্কিন সামরিক ঘাঁটিতে রকেট ও ড্রোন হামলা বেড়েছে। শিয়া মিলিশিয়ারা হুঁশিয়ারি দিয়েছে যে, যুক্তরাষ্ট্র যদি ইসরাইলকে সামরিক সহায়তা প্রদান অব্যাহত রাখে তাহলে তারা সিরিয়া ও ইরাকে সশস্ত্র অভিযানের সংখ্যা বাড়াবে।

দেশটির পূর্ব ও উত্তর-পূর্বে অবস্থিত হাসাকাহ, দেইর ইজ-জোর এবং রাক্কা প্রদেশের একটি বড় অংশ বর্তমানে মার্কিন সমর্থিত কুর্দি সিরিয়ান ডেমোক্রেটিক বাহিনী দ্বারা নিয়ন্ত্রিত। ২০১৫ সাল থেকে, মার্কিন কমান্ড ওই এলাকায় নয়টি সামরিক ঘাঁটি স্থাপন করেছে।

২০১৯ সালের শেষের দিকে, তৎকালীন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প একটি পরিকল্পনা অনুমোদন করেছিলেন যা সিরিয়ায় কয়েকশ মার্কিন সৈন্য রেখে যাবে। তাদের অন্যতম প্রধান কাজ ছিল দেশের উত্তর-পূর্ব ও পূর্বাঞ্চলে তেলক্ষেত্রের নিয়ন্ত্রণ নিশ্চিত করা। যদিও সিরিয়ার ভূখণ্ডে মার্কিন সামরিক উপস্থিতিকে দামেস্ক অবৈধ দখল হিসেবে দেখে।

সূত্র: তাস।