| |
               

মূল পাতা রাজনীতি ইসলামী দল দ্রব্যমূল্য বৃদ্ধি জনজীবনকে বিপর্যস্ত করে তুলছে - চরমোনাই পীর


দ্রব্যমূল্য বৃদ্ধি জনজীবনকে বিপর্যস্ত করে তুলছে - চরমোনাই পীর


রহমত নিউজ     13 January, 2024     07:26 PM    


ইসলামী আন্দোলন বাংলাদেশ-এর আমীর মুফতী রেজাউল করীম বলেছেন, নিত্যপ্রয়োজনীয় জিনিসপত্রের অস্বাভাবিক মূল্যবৃদ্ধিতে জনজীবন দুর্বিষহ করে তুলেছে। চাল-ডাল, আটা, চিনি, ভোজ্য তেল, শিশু খাদ্য ও শাক সব্জির মূল্যবৃদ্ধিতে সাধারণ মানুষ আজ দিশেহারা। নিয়ন্ত্রণহীন সিন্ডিকেট গোষ্ঠী কারসাজিতে নিত্যপণ্যের দাম বৃদ্ধিতে মানুষ অনেক কষ্টে জীবন-যাপন করছে।

আজ শনিবার (১৩ জানুয়ারী) গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে তিনি এসব কথা বলেন।

মুফতী রেজাউল করীম বলেন, জিনিসপত্রের দাম বাড়িয়ে বাজারে কৃত্রিম সঙ্কট সৃষ্টি করছে একদল মুনাফাখোর। অর্থনৈতিকভাবে দেশের মানুষ বিপর্যস্ত। প্রহসনের নির্বাচনের বৈতরণী পার হবার পর সিন্ডিকেট গোষ্ঠী জিনিসপত্রের আরেক দফা মূল্যবৃদ্ধি করে জনগণকে ভয়াবহ কষ্টে ঠেলে দিয়েছে। জিনিসপত্রের দাম বৃদ্ধি সাধারণ মানুষের কষ্ট বাড়িয়ে তুলছে। তাই কঠোর হস্তে সিন্ডিকেট ভেঙ্গে দিয়ে কালোবাজারীদের সিন্ডিকেট ভেঙ্গে সাধারণ মানুষকে বাঁচাতে সরকারকে কার্যকর উদ্যোগ নিতে হবে।

তিনি বলেন, চালের সঙ্গে প্রতিযোগিতা করে এবার বেড়েছে আটার দাম। প্রতিকেজি আটা ৫০ টাকা। দাম বাড়ার ক্ষেত্রে বাদ যায়নি মসুর ডাল, ডিম, মাছ ও মাংসের দামও। এক কথায় অস্থির হয়ে উঠেছে নিত্যপণ্যের বাজার। নির্বাচনের নাম দেশের প্রায় দুই হাজার কোটি টাকা ব্যয় করেছে সরকার। এত টাকা ব্যয়ে যে নিবৃাচন জাতিকে উপহার দিয়েছে, জনগণ তা প্রত্যাখান করেছে। এই মন্ত্রীসভা দিয়ে জনগণের দুখ-দুর্দশা লাঘব সম্ভব নয়। তাই জনগণের ভাষা বুঝতে ব্যর্থ হলে সরকারকে ইতিহাসের করুণ পরিণতির অপেক্ষা করতে হবে।