মূল পাতা আন্তর্জাতিক আমেরিকা নির্বাচনে পর্যবেক্ষক পাঠায়নি যুক্তরাষ্ট্র: মার্কিন দূতাবাস
রহমত নিউজ 08 January, 2024 11:05 PM
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের দিন (৭ জানুয়ারি) কোনো পর্যবেক্ষক পাঠায়নি বলে জানিয়েছে ঢাকার মার্কিন দূতাবাস। সোমবার (৮ জানুয়ারি) দূতাবাস সূত্র জানায় জাতীয় নির্বাচন পর্যবেক্ষণ করতে যুক্তরাষ্ট্র সরকার কোনো অফিসিয়াল পর্যবেক্ষক পাঠায়নি। পর্যবেক্ষকদের যারা মিডিয়া বিবৃতি দিচ্ছেন এটা শুধুমাত্র নিজেদের বা তাদের সংস্থার প্রতিনিধিত্ব করে।
৭ জানুয়ারী অনুষ্ঠিত দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে নির্বাচন পরিস্থিতি পর্যবেক্ষণে বিভিন্ন দেশ থেকে পর্যবেক্ষক আসে বলে জানায় সরকার। ভোট গ্রহণের পরই বিভিন্ন দেশের পর্যবেক্ষক গতকাল সন্ধ্যায় তাদের পর্যবেক্ষণ অবস্থা তুলে ধরেন। সাবেক মার্কিন কংগ্রেসম্যান জিম বেটসও নির্বাচনী পর্যবেক্ষন তুলে ধরেন।
নির্বাচনে যুক্তরাজ্যও কোনো পর্যবেক্ষক পাঠায়নি । ঢাকায় নিযুক্ত দেশটির মুখপাত্র সাংবাদিকদের এ তথ্য জানিয়েছেন। যুক্তরাজ্য থেকে যারা এসেছেন তাদের সঙ্গে যুক্তরাজ্য সরকারের সঙ্গে কোনো সম্পর্ক নেই।
এদিকে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন পর্যবেক্ষণে কোনো প্রতিনিধি দল বা পর্যবেক্ষক দল পাঠায়নি কানাডা। সোমবার (৮ জানুয়ারি) সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে (সাবেক টুইটার) এক বার্তায় এই তথ্য জানানো হয়েছে। এতে বলা হয়, ৭ জানুয়ারির নির্বাচন পর্যবেক্ষণে কোনো প্রতিনিধি দল বা পর্যবেক্ষক পাঠায়নি কানাডা সরকার। যারা পর্যবেক্ষক দল হিসেবে চিহ্নিত তারা স্বাধীনভাবে এসেছেন। তাদের নির্বাচন সংক্রান্ত মতামত কানাডা সরকারের নয়।