| |
               

মূল পাতা শিক্ষাঙ্গন ঢাবি শিক্ষকের বিরুদ্ধে যৌন নিপীড়নের সত্যতা পেয়েছে কমিটি


ঢাবি শিক্ষকের বিরুদ্ধে যৌন নিপীড়নের সত্যতা পেয়েছে কমিটি


রহমত নিউজ     03 January, 2024     12:30 PM    


যৌন নিপীড়নের অভিযোগ উঠেছিলো ঢাকা বিশ্ববিদ্যালয়ের সমাজকল্যাণ ও গবেষণা ইনস্টিটিউটের অধ্যাপক ড. নুরুল ইসলামের বিরুদ্ধে । প্রাথমিক তদন্ত শেষে  প্রমাণ পেয়েছে ফ্যাক্ট ফাইন্ডিং কমিটি। এর ভিত্তিতে বিষয়টিকে আরও উচ্চতর তদন্তের জন্য হাইকোর্ট নির্দেশিত বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় যৌন নিপীড়ন বিরোধী সেলে পাঠানো হয়েছে।

যৌন নিপীড়ন বিরোধী সেলকে আগামী তিন মাসের মধ্যে তদন্ত রিপোর্ট দিতে বলা হয়েছে। অধ্যাপক নুরুল ইসলামকে এই সময় (তিন মাস) পেশাগত সকল কার্যক্রম থেকে অব্যাহতি দেওয়া হয়েছে।

মঙ্গলবার (২ জানুয়ারি) বিশ্ববিদ্যালয়ের সর্বোচ্চ নীতিনির্ধারণী ফোরাম সিন্ডিকেটের এক সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। এতে সভাপতিত্ব করেন উপাচার্য ড. এ এস এম মাকসুদ কামাল। তিনি বলেন, কমিটি প্রমাণ পাওয়ায় বিষয়টি যৌন নিপীড়ন বিরোধী সেলে পাঠানো হয়েছে। তাদের তিনমাসের মধ্যে রিপোর্ট দিতে বলা হয়েছে।  

উল্লেখ্য, গত বছর ১১ নভেম্বর এক নারী শিক্ষার্থীকে রুমে ডেকে নিয়ে যৌন নিপীড়ন ও আপত্তিকর স্থানে স্পর্শ করার অভিযোগ ওঠে সমাজকল্যাণ ও গবেষণা ইনস্টিটিউটের অধ্যাপক ড. নুরুল ইসলামের বিরুদ্ধে। বিষয়টি উল্লেখ করে ২৮ নভেম্বর উপাচার্য বরাবর লিখিত অভিযোগ দেন ওই নারী শিক্ষার্থী।