মূল পাতা মুসলিম বিশ্ব ইসরাইলের গোয়েন্দা ড্রোন আটক করল হামাস
মুসলিম বিশ্ব ডেস্ক 01 January, 2024 07:01 PM
উত্তর গাজার বেইত লাহিয়া এলাকায় দখলদার ইসরাইলের একটি গোয়েন্দা ড্রোন নিজেদের নিয়ন্ত্রণে নিয়েছে হামাসের ইজ্জাদ্দিন আল কাস্সাম ব্রিগেড।
আল-জাজিরা টিভি চ্যানেল এক ভিডিও প্রতিবেদনে বলেছে, কাস্সাম ব্রিগেড যে ড্রোনটি আটক করেছে তা স্কাই লার্ক-২ মডেলের। শুক্রবারও উত্তর গাজায় আরেকটি ড্রোন ভূপাতিত করে হামাস।
ইজ্জাদ্দিন কাস্সাম ব্রিগেড আজ (সোমবার) সকালে তেল আবিব ও এর আশেপাশের এলাকায় ব্যাপক ক্ষেপণাস্ত্র বর্ষণ করেছে।
৭ অক্টোবর ফিলিস্তিনের প্রতিরোধ সংগঠনগুলো গাজা থেকে দখলদার ইসরাইলের ভেতরে প্রবেশ করে ঐতিহাসিক 'আল-আকসা তুফান' অভিযান পরিচালনা করে। ৭৫ বছর ধরে ফিলিস্তিনিদের বিরুদ্ধে দখলদারি ও হত্যা-নির্যাতন চালিয়ে যাচ্ছে ইহুদিবাদীরা।
আল-আকসা তুফান অভিযানের পর থেকেই গাজার বেসামরিক মানুষের ওপর নৃশংস হামলা শুরু করে ইহুদিবাদীরা। সেই হামলা এখনও চলছে। তবে গাজার সশস্ত্র সংগ্রামী সংগঠনগুলোও দৃঢ়তার সঙ্গে প্রতিরোধ করে যাচ্ছে।
-পার্সটুডে