| |
               

মূল পাতা রাজনীতি আওয়ামী লীগ ‘নাশকতা করলে কঠিন পরিস্থিতির মধ্যে পড়বে বিএনপি’


‘নাশকতা করলে কঠিন পরিস্থিতির মধ্যে পড়বে বিএনপি’


রহমত নিউজ     01 January, 2024     03:36 PM    


নাশকতা করলে বিএনপি কঠিন পরিস্থিতির মধ্যে পড়বে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও কুষ্টিয়া-৩ আসনের দলীয় সংসদ সদস্য প্রার্থী মাহবুবউল আলম হানিফ। তিনি বলেন, রাজনৈতিক দলের ছত্রছায়ায় থেকে বাসে ট্রাকে আগুন দেওয়ার নাম আন্দোলন নয়। এই ধরনের সন্ত্রাসী নাশকতা যারা করেছে আর ভবিষ্যতে যারা করবে তাদের কঠিন পরিস্থিতির মধ্যে পড়তে হবে। কঠোর শাস্তি হবে।

সোমবার (১ জানুয়ারি) বেলা ১১টায় কুষ্টিয়ার পিটিআই রোডে নিজ বাসভবনে দলীয় নেতাকর্মীদের সঙ্গে নির্বাচনী মতবিনিময় সভা শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে হানিফ এসব কথা বলেন।

হানিফ বলেন, উৎসাহ উদ্দীপনা দেখেই অনুমান করা যায় এবার ব্যাপক সংখ্যক মানুষ ভোট দেবে। তারেক রহমানের মত একজন সন্ত্রাসীর কথায় কেউ সাধারণ মানুষ কেউ সাড়া দিচ্ছে না। তারেক রহমানের কথা কেউ ভাবছে না। বিএনপির কর্মসূচি নিয়েও মানুষ ভাবে না। সাধারণ মানুষের মধ্যে এ নিয়ে কোন প্রতিক্রিয়াও নেই। বিএনপি হরতাল অবরোধ ডাকে, কিন্তু মানুষের জীবনযাত্রা স্বাভাবিক থাকে।

পরে মনোহরদিয়া ইউনিয়ন এলাকায় গণসংযোগ, পথসভা ও নির্বাচনী সভা বিভিন্ন নির্বাচনী প্রচারণায় অংশ নেন মাহবুবউল আলম হানিফ।