রহমত নিউজ 20 December, 2023 06:29 PM
‘ফোর টোয়েন্টি’ মার্কা (প্রতারণা ও অসাধু অর্থে) নির্বাচন নিয়ে বড়াই করার কোনো কারণ নেই বলে মন্তব্য করেছেন নাগরিক ঐক্যর সভাপতি মাহমুদুর রহমান মান্না। তিনি বলেন, বাধা দিয়ে, গ্রেপ্তার করে আন্দোলন দমানো যাবে না। এটা তথাকথিত জালিয়াতির নির্বাচন, বাঁচার উপায় নেই আওয়ামী লীগের।
বুধবার (২০ ডিসেম্বর) এক রাজনৈতিক সভায় বক্তব্যকালে এমন মন্তব্য করেন তিনি।
মান্না বলেন, গ্রামের মানুষের মাঝে ভোটের কথা নেই। গ্রামের চায়ের দোকানে ভোটের কথা নেই। ভোট যে হবে সেটা রেডিও টেলিভিশন বলে, কিন্তু মানুষ বলে না। এখন প্রশ্ন হচ্ছে এই পাতানো নির্বাচনের পরে প্রধান বিরোধী দল কে হবে? সরকার তো হয়েই আছে।
এসময় বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক, গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়ক জোনায়েদ সাকি, রাষ্ট্র সংস্কার আন্দোলনের প্রধান সমন্বয়ক অ্যাডভোকেট হাসনাত কাইয়ুম, ভাসানী অনুসারী পরিষদের আহ্বায়ক শেখ রফিকুল ইসলাম বাবলু, জাতীয় সমাজতান্ত্রিক দলের (জেএসডি) সাধারণ সম্পাদক শহিদ উদ্দিন মাহমুদ স্বপন প্রমুখ উপস্থিত ছিলেন।