| |
               

মূল পাতা সারাদেশ জেলা এক রাতে রেললাইনের ১০ নাট-বল্টু উধাও


এক রাতে রেললাইনের ১০ নাট-বল্টু উধাও


মফস্বল ডেস্ক     19 December, 2023     09:12 PM    


কুড়িগ্রামের রাজারহাট উপজেলার ঠাঁটমারী নামক স্থানে কুড়িগ্রাম-রংপুর রেললাইনের অন্তত ১০টি নাট-বল্টু খুলে নিয়েছে দুর্বৃত্তরা। গতকাল সোমবার (১৮ ডিসেম্বর) দিবাগত রাতের কোনো এক সময় এ ঘটনা ঘটে।

স্থানীয় ও রেলসূত্রে জানা যায়, কুড়িগ্রাম-রংপুর রেললাইনের ঠাঁটমারী বদ্ধভূমি এলাকায় অবস্থিত রেলসেতুর স্লিপারের ১০টি নাট-বল্টু কে বা কারা খুলে নিয়ে যায়। এ ঘটনায় দুপুরে রেল ওয়েম্যান কুড়িগ্রাম রেলস্টেশন মাস্টারকে খবর দিলে তারা উপস্থিত হয়ে রেল লাইনের কাজ শুরু করে।

এ ঘটনায় কুড়িগ্রাম জেলা প্রশাসক মোহাম্মদ সাইদুল আরীফ ও পুলিশ সুপার আল আসাদ মোহাম্মদ মাহফুজুল ইসলাম ঘটনাস্থল পরিদর্শন করেছেন।

জেলা প্রশাসক জানান, ঘটনাস্থলে উপস্থিত রেলওয়ের একজন উপসহকারী প্রকৌশলী এটাকে চুরির ঘটনা বলে জানিয়েছেন। রেল বিভাগ লাইন মেরামত করেছে।

কুড়িগ্রামের পুলিশ সুপার (এসপি) আল আসাদ মো. মাহফুজুল ইসলাম বলেন, ঘটনাস্থল পরিদর্শন করেছি। রেল বিভাগের কর্মকর্তাদের সাথে কথা বলে জেনেছি, নাট চুরির বিষয়টি নাশকতা সৃষ্টি নয়। নাটগুলো কেউ চুরি করে নিয়েছে।

এদিকে কুড়িগ্রাম রেল স্টেশন মাস্টার মো. শামসুজ্জোহা বলেন, হারিয়ে যাওয়া নাটকগুলোর স্থলে নতুন নাট বসানো হয়েছে। এখন ট্রেন চলাচলে কোনো সমস্যা নেই।


এই এলাকার অন্যান্য সংবাদ দেখতে ক্লিক করুন: রংপুর কুড়িগ্রাম রাজারহাট