মূল পাতা আন্তর্জাতিক বৈশ্বিক সমর্থন হারাচ্ছে ইসরায়েল, বললেন বাইডেন
আন্তর্জাতিক ডেস্ক 13 December, 2023 10:57 AM
ফিলিস্তিনের গাজ্জা উপত্যকায় নির্বিচারে হামলা চালানোর কারণে ইসরায়েল বৈশ্বিক সমর্থন হারাচ্ছে বলে মন্তব্য করেছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন।
গণমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, স্থানীয় সময় মঙ্গলবার (১২ ডিসেম্বর) তহবিল সংগ্রহের এক অনুষ্ঠানে দাতাদের উদ্দেশ্যে বক্তব্য দেওয়ার সময় বাইডেন বলেন, গাজ্জায় নির্বিচারে বোমাবর্ষণের কারণে ইসরায়েল বৈশ্বিক সমর্থন হারাতে শুরু করেছে। মার্কিন ডেমোক্র্যাটিক এই প্রেসিডেন্টের মন্তব্যকে ইসরায়েলের নেতৃত্বের বিরুদ্ধে এখনও পর্যন্ত তার সবচেয়ে কঠোর সমালোচনা বলে মনে করা হচ্ছে।
বাইডেন আরও বলেন, “ইসরায়েলের নিরাপত্তা যুক্তরাষ্ট্রের ওপর নির্ভর করতে পারে, কিন্তু এই মুহূর্তে দেশটিতে যুক্তরাষ্ট্রের চেয়ে বেশি নিরাপত্তা আছে। তাদের পাশে ইউরোপীয় ইউনিয়ন আছে, ইউরোপ আছে, বিশ্বের বেশিরভাগ দেশই রয়েছে।”
তার দাবি, “কিন্তু নির্বিচারে বোমা হামলার মাধ্যমে তারা (ইসরায়েল) সেই সমর্থন হারাতে শুরু করেছে।”
বাইডেন অবশ্য আরও বলেন, “হামাসকে মোকাবিলা করার প্রয়োজনীয়তা নিয়ে কোনও প্রশ্ন নেই’ এবং ইসরায়েলের এটি করার ‘সমস্ত অধিকারই’ রয়েছে।”