| |
               

মূল পাতা জাতীয় নির্বাচনে আচরণবিধি মানাতে ম্যাজিস্ট্রেট নিয়োগে কমিশনার ও ডিসিদের নির্দেশ


নির্বাচনে আচরণবিধি মানাতে ম্যাজিস্ট্রেট নিয়োগে কমিশনার ও ডিসিদের নির্দেশ


রহমত নিউজ     27 November, 2023     09:16 AM    


দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে আচরণবিধি প্রতিপালন করার লক্ষ্যে ৩০০ নির্বাচনী আসনে নির্বাহী ম্যাজিস্ট্রেট নিয়োগের ব্যবস্থা করতে বিভাগীয় কমিশনার ও জেলা প্রশাসকদের (ডিসি বা জেলা ম্যাজিস্ট্রেট) প্রতি নির্দেশনা দিয়েছে জনপ্রশাসন মন্ত্রণালয়। নির্বাচন কমিশন সচিবালয়ের চাহিদা অনুযায়ী এ বিষয়ে ব্যবস্থা নেওয়ার অনুরোধ করা হয়। ভোট গ্রহণের পরের দুই দিন পর্যন্ত অথবা নির্বাচন কমিশনের সিদ্ধান্ত অনুসারে এই নিয়োগের ব্যবস্থার কথা বলা হয় নির্দেশনাপত্রে।

কোথায় কতজন করে ম্যাজিস্ট্রেট নিয়োগ করতে হবে, সেটিও বলে দিয়েছে জনপ্রশাসন মন্ত্রণালয়। নির্দেশনাপত্রে, প্রতি উপজেলায় একজন করে ম্যাজিস্ট্রেট নিয়োগ করার কথা বলা হয়েছে। তবে ১৫ বা তার বেশি ইউনিয়নবিশিষ্ট (পৌরসভাসহ) উপজেলায় দুজন ম্যাজিস্ট্রেট নিয়োগ করতে বলা হয়। আর জেলা সদরের ‘এ’ শ্রেণির পৌরসভায় একজন করে, তবে নয়টি ওয়ার্ডের বেশি হলে দুজন করে নিয়োগ দিতে হবে। এ ছাড়া সিটি করপোরেশনের মধ্যে ঢাকা উত্তর সিটিতে ১১ জন, ঢাকা দক্ষিণ সিটিতে ১৫ জন, চট্টগ্রাম সিটিতে ১০ জন, খুলনা সিটিতে ৬ জন, গাজীপুর সিটিতে ৪ জন এবং অন্যান্য সিটি করপোরেশনে ৩ জন করে ম্যাজিস্ট্রেট নিয়োগ করতে বলা হয় নির্দেশনাপত্রে।