| |
               

মূল পাতা সারাদেশ মহানগর ১০ ঘণ্টা পর ঢাকার সঙ্গে চট্টগ্রাম-সিলেটের ট্রেন যোগাযোগ স্বাভাবিক


ফাইল ছবি

১০ ঘণ্টা পর ঢাকার সঙ্গে চট্টগ্রাম-সিলেটের ট্রেন যোগাযোগ স্বাভাবিক


রহমত নিউজ     19 November, 2023     10:45 PM    


ঢাকার সঙ্গে দশ ঘণ্টা পর চট্টগ্রাম-সিলেটের রেল যোগাযোগ স্বাভাবিক হয়েছে বলে জানিয়েছে রেল কর্তৃপক্ষ।

রোববার (১৯ নভেম্বর) সন্ধ্যা সোয়া ৭টার দিকে ব্রাহ্মণবাড়িয়া রেলওয়ে স্টেশনে আখাউড়া থেকে আসা উদ্ধারকারী রিলিফ ট্রেন মেরামতের কাজ শেষ করার পর ঢাকা-চট্টগ্রাম এবং ঢাকা-সিলেট রেলপথে ট্রেন চলাচল স্বাভাবিক হয়।

এর আগে আজ সকাল ৯টার দিকে ব্রাহ্মণবাড়িয়া শহরের কলেজপাড়া এলাকায় চট্টগ্রাম থেকে ঢাকাগামী একটি মালবাহী ট্রেনের একটি বগি লাইনচ্যুত হয়।

পরে প্রায় আধা কিলোমিটার রেলপথ দুমড়ে-মুচড়ে গিয়ে ট্রেনটি ব্রাহ্মণবাড়িয়া রেলওয়ে স্টেশনে এসে অবস্থান করে। এতে রেললাইনের স্লিপার, ফিস প্লেইট, হুক ও নাট-বল্টুর ক্ষতি হয়। সন্ধ্যা ৬টার দিকে একটি রিলিফ ট্রেন দুর্ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার কাজ শুরু করে। এরপর সন্ধ্যা সোয়া ৭টার দিকে উদ্ধার কাজ শেষ হয়। এরপর আপলাইনে ট্রেন চলাচল স্বাভাবিক হয়।

এ বিষয়ে ব্রাহ্মণবাড়িয়া রেলওয়ের স্টেশন মাস্টার ও আখাউড়ার লোকোশেড ইনচার্জ মো. মনির উদ্দিন জানান, দুর্ঘটনায় আপলাইন বিধ্বস্ত থাকায় উদ্ধারকারী ট্রেন নিয়ে যথাসময়ে ঘটনাস্থলে আসা সম্ভব হয়নি। তবে দ্রুত সময়ের মধ্যে আমরা উদ্ধার কাজ শেষ করতে পেরেছি।


এই এলাকার অন্যান্য সংবাদ দেখতে ক্লিক করুন: