রহমত নিউজ ডেস্ক 19 November, 2023 10:48 AM
কৃষক শ্রমিক জনতা লীগের সভাপতি বঙ্গবীর আবদুল কাদের সিদ্দিকী বলেছেন, তৈমুর কয়েক দিন আগে আমাকে বেশ কয়েকবার বলেছেন, আমি কর্মী হতে চাই, কর্মচারী হতে চাই না। আমার কথাটি ভালো লেগেছে। বিএনপিতে কর্মচারী থাকতে পারে, কিন্তু রাজনৈতিক কোনো কর্মী নেই। এ উপলব্ধি যদি তৈমুরের হয়ে থাকে, এটা আমি মনে করি আল্লাহর তরফ থেকে হয়েছে।
শনিবার (১৮ নভেম্বর) প্রেসক্লাবে তৃণমূল বিএনপির মহাসচিব অ্যাডভোকেট তৈমুর আলম খন্দকার রচিত ‘স্বাধীনতা তোমাকে খুঁজছি’ বইয়ের মোড়ক উন্মোচন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। তৃণমূল বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান মেজর (অব.) ড. মো. হাবিবুর রহমানের সভাপতিত্বে ও কে এম আবু হানিফ হৃদয়ের সঞ্চালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সাবেক জেলা ও দায়রা জজ ড. মো. সিরাজুল ইসলাম প্রমুখ।
কাদের সিদ্দিকী বলেন, ইসি নির্বাচনের তফসিল ঘোষণা করেছে, প্রায় দুই-তিন মাস ধরে বিএনপি আন্দোলন করছে। তফসিল ঘোষণার পর তারা কী করেছিল? তারা প্রতিটি জেলা, উপজেলায় এক হাজার লোক নিয়ে রাস্তায় বের হতে পারতো না? পুলিশ বাধা দিতো, কিছুক্ষণ থেকে তারা চলে আসতো। কিন্তু তারা তো প্রতিবাদ করতে পারতো। আমি কোথাও সেটি দেখিনি। তৃণমূল বিএনপি ঠিকভাবে অগ্রসর হতে পারলে ভারতের বিজেপির চেয়েও ভালো হওয়ার সম্ভাবনা আছে, আগে থেকে যদি প্রস্তুত হতাম, তাহলে ৩০০ সিটেই মনোনয়ন দিতাম। হয়তো ৩০০টি দিতে পারবো না, ২৫০টি তো দিতে পারবো। ২৫০ না পারি, ২০০ পারবো। যদি এমন হয়, তৃণমূল বিএনপির দুই-চারজন যদি আমার সঙ্গে আসে বা আমার লোক যদি সেখানে যায়, আমি সেটাও মেনে নেবো।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্যে তৈমুর আলম খন্দকার বলেন, আজ অংশগ্রহণমূলক নির্বাচনের দাবি উঠেছে। আমি মনে করি, দাবি হওয়া উচিত সংসদ হতে হবে অংশগ্রহণমূলক। দেশের সম্পদ যারা লুটে খাচ্ছে, মানি লন্ডারিং করে বিদেশে টাকা পাঠাচ্ছে, বেগমপাড়ায় যাদের বাড়ি-ঘর আছে, সংসদের দখল তাদের হাতে, এদের বিরুদ্ধে বলতে হবে।