| |
               

মূল পাতা রাজনীতি ইসলামী দল তড়িঘড়ি তফসিল ঘোষণায় পরিস্থিতি আরো জটিল হবে : জমিয়ত


তড়িঘড়ি তফসিল ঘোষণায় পরিস্থিতি আরো জটিল হবে : জমিয়ত


রহমত নিউজ ডেস্ক     13 November, 2023     06:41 PM    


দেশের বর্তমান পরিস্থিতিতে গভীর উদ্বেগ প্রকাশ করে জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের নেতৃবৃন্দ বলেছেন: আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে জনগণ আতংকিত, নির্দলীয় নিরপেক্ষ সরকারের অধীনে জাতীয় নির্বাচনের গণদাবী উপেক্ষিত। কার্যত এই মূহুর্তে দেশে ভোটের কোন পরিবেশ নেই। এমতাবস্থায় আমরা মনে করি রাজনৈতিক সমঝোতা ছাড়া তড়িঘড়ি তফসিল ঘোষণা করা হলে পরিস্থিতি আরো জটিল রূপ নিবে। সরকারের এই বাস্তবতা অনুধাবন করা উচিত যে, পরপর গত দুটি নির্বাচন প্রশ্নবিদ্ধ হওয়ায় মানুষ দলীয় সরকারের অধীনে নির্বাচন চায় না। তাই কালক্ষেপণ না করে দেশ ও জাতির বৃহত্তর স্বার্থে দ্রুত একটি অর্থবহ সংলাপের আয়োজন করে বিদ্যমান সংকটের সমাধান সরকারকেই বের করতে হবে।

আজ (১৩ নভেম্বর) সোমবার, গণমাধ্যমে পাঠানো এক যৌথ বিবৃতিতে জমিয়তের সভাপতি মাওলানা শায়খ যিয়া উদ্দীন, সহ-সভাপতি মাওলানা উবায়দুল্লাহ ফারুক, মাওলানা আবদুর রব ইউসুফী, মাওলানা আব্দুল কুদ্দুস তালুকদার, মাওলানা জুনায়েদ আল-হাবীব, এ্যাডভোকেট মাওলানা শাহিনুর পাশা চৌধুরী, মাওলানা আব্দুল কুদ্দুস কাসেমী, মহাসচিব মাওলানা মঞ্জুরুল ইসলাম আফেন্দী, যুগ্মমহাসচিব মাওলানা বাহাউদ্দীন যাকারিয়া, মাওলানা তাফাজ্জল হক আজীজ ও সাংগঠনিক সম্পাদক মাওলানা নাজমুল হাসান কাসেমী এসব কথা বলেন।