| |
               

মূল পাতা মুসলিম বিশ্ব গাজায় যুদ্ধাপরাধের দায়ে ইসরাইলের বিচার করতে হবে: ওমান


গাজায় যুদ্ধাপরাধের দায়ে ইসরাইলের বিচার করতে হবে: ওমান


মুসলিম বিশ্ব ডেস্ক     05 November, 2023     12:18 PM    


অবরুদ্ধ গাজা উপত্যকার বেসামরিক ফিলিস্তিনিদের ওপর ইহুদিবাদী ইসরাইলের চলমান পাশবিক বিমান হামলার তীব্র নিন্দা জানিয়েছে ওমান। দেশটি গাজায় ইসরাইল সরকারের সম্ভাব্য যুদ্ধাপরাধ তদন্ত করে দেখার জন্য আন্তর্জাতিক অপরাধ আদালত বা আইসিসির প্রতি আহ্বান জানিয়েছে।

গতকাল (শনিবার) সামাজিক মাধ্যম এক্সে প্রকাশিত এক বিবৃতিতে ওমানের পররাষ্ট্র মন্ত্রণালয় এ আহ্বান জানায়। বিবৃতিতে বলা হয়, গাজার নিরপরাধ ফিলিস্তিনিদের নির্বিচারে হত্যা করার ঘটনায় জড়িত সকল যুদ্ধাপরাধীর বিচার করতে হবে।

বিবৃতিতে যুদ্ধাপরাধের প্রমাণ হিসেবে গাজার জাবালিয়া শরণার্থী শিবিরের মধ্যে  জাতিসংঘের পক্ষ থেকে স্থাপিত একটি স্কুলে ইসরাইলের ভয়াবহ বিমান হামলায় অন্তত ২৭ ব্যক্তির নিহত হওয়ার কথা তুলে ধরা হয়। এছাড়া, গাজার প্রধান চিকিৎসা কেন্দ্র- আল-শিফা হাসপাতালের প্রবেশ পথে একটি অ্যাম্বুলেন্সে ইসরাইলি বিমান হামলায় বেশ কয়েকজন হতাহত হওয়ার খবরও ওমানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের বিবৃতিতে উল্লেখ করা হয়।

বিবৃতিতে বলা হয়, আন্তর্জাতিক নীতি, আইন ও চুক্তি লঙ্ঘনের ইসরাইলি পদক্ষেপ বন্ধ করার জন্য আন্তর্জাতিক সম্প্রদায়ের সত্যিকারের জাগরণ জরুরি হয়ে পড়েছে।

এর আগে ওমানের পররাষ্ট্রমন্ত্রী সাইয়িদ বদর বিন হামাদ আল-বুসাইদি গাজার বেসামরিক লোকদের লক্ষ্যবস্তু করার জন্য ইসরায়েলকে জবাবদিহি করতে এবং ফিলিস্তিনিদের গণহত্যা বন্ধ করার জন্য অবিলম্বে পদক্ষেপ নিতে আন্তর্জাতিক সমাজের প্রতি আহ্বান জানিয়েছিলেন।

-পার্সটুডে