রহমত নিউজ 02 November, 2023 04:57 PM
যুগশ্রেষ্ঠ বুযুর্গ হযর হাফেজ্জী হুজুর রাহমাতুল্লাহি আলাইহি ও মুহিউস সুন্নাহ মাওলানা শাহ আবরারুল হক হারদুয়ী রাহমাতুল্লাহি আলাইহির খলীফা, প্রফেসর হযরত খ্যাত প্রফেসর মাওলানা মুহাম্মাদ হামিদুর রহমান ইন্তেকাল করেছেন। ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।
আজ (২ নভেম্বর) বৃহস্পতিবার দুপুর ৩টা ২০ মিনিটের দিকে ঢাকার ধানমণ্ডির আনোয়ার খান মডার্ন মেডিকেল কলেজে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। বিষয়টি নিশ্চিত করে তার ছেলে মুহাম্মদ আরিফুর রহমান।
তার ছেলে মুহাম্মদ মাসিহুর রহমান জানান, কিছুক্ষণ পূর্বে প্রফেসর হামিদুর রহমান রাহমাতুল্লাহি আলাইহির জানাযার নামাজের সময় ও দাফনের স্থান নির্ধারণ করা হয়েছে। আব্বুর জানাযার নামাজ রাত দশটায় উত্তরা ফ্রেন্ড ক্লাব মাঠে অনুষ্ঠিত হবে। এরপর তাকে উত্তরা ১২ নম্বর সেক্টর কবর স্থানে দাফন হবে।