| |
               

মূল পাতা রাজনীতি ইসলামী দল প্রফেসর হামিদুর রহমানের ইন্তেকালে খেলাফত মজলিসের শোক


প্রফেসর হামিদুর রহমানের ইন্তেকালে খেলাফত মজলিসের শোক


রহমত নিউজ ডেস্ক     02 November, 2023     07:47 PM    


যুগশ্রেষ্ঠ বুযুর্গ হযর হাফেজ্জী হুজুর রাহমাতুল্লাহি আলাইহি ও মুহিউস সুন্নাহ মাওলানা শাহ আবরারুল হক হারদুয়ী রাহমাতুল্লাহি আলাইহির খলীফা, প্রফেসর হযরত খ্যাত প্রফেসর মাওলানা মুহাম্মাদ হামিদুর রহমানের (৮৫) ইন্তেকালে গভীর শোক ও সমবেদনা জ্ঞাপন করেছেন খেলাফত মজলিসের আমির মাওলানা আবদুল বাছিত আজাদ ও মহাসচিব ড. আহমদ আবদুল কাদের। মহান আল্লাহর কাছে মরহুমের মাগফিরাত কামনা করেন এবং শোক সন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন। তাঁর সকল দ্বীনি কাজ যেন মহান আল্লাহ কবুল করেন এবং তাঁকে জান্নাতের উঁচু মাকাম দান করেন নেতৃদ্বয়।

আজ (২ নভেম্বর) বৃহস্পতিবার সন্ধ্যায় দলের প্রচার ও তথ্য সম্পাদক প্রকৌশলী আবদুল হাফিজ খসরু স্বাক্ষরিত এক শোকবার্তায় নেতৃদ্বয় এ শোক জানান। এর আগে, আজ দুপুর ৩টা ২০ মিনিটের দিকে ঢাকার ধানমণ্ডির আনোয়ার খান মডার্ন মেডিকেল কলেজে প্রফেসর মাওলানা মুহাম্মাদ হামিদুর রহমান ইন্তেকাল করেন। ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। মৃত্যুকালে তিনি স্ত্রী, ৫ ছেলে ও ২ মেয়েসহ অসংখ্য ছাত্র,ভক্ত ও মুরিদ রেখে গেছেন। আজ রাত দশটায় উত্তরা ৩ নম্বর সেক্টর ফ্রেন্ডস ক্লাব মাঠে জানাজা নামাজ শেষে  ১২নং সেক্টর কবরস্তানে তাকে দাফন করা হবে।