| |
               

মূল পাতা রাজনীতি জাতীয় পার্টি অংশগ্রহণমূলক হলে নির্বাচনে যাবে জাতীয় পার্টি, ব্রিটিশ হাইকমিশনারকে জিএম কাদের


অংশগ্রহণমূলক হলে নির্বাচনে যাবে জাতীয় পার্টি, ব্রিটিশ হাইকমিশনারকে জিএম কাদের


রহমত নিউজ ডেস্ক     02 November, 2023     01:35 PM    


বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি, জামায়াতসহ সমমনা দলগুলো নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচনে দাবিতে অবরোধ করলেও নির্বাচনে অংশ নেবে জাতীয় পার্টি। সংবিধান অনুযায়ী, দলীয় সরকারের অধীনে নির্বাচনে যাবে। নির্বাচন বর্জন করলে জাতীয় পার্টি ভেঙে যেতে পারে।

বুধবার (১ নভেম্বর) জাতীয় পার্টির চেয়ারম্যানের বিশেষ দূত মশরুর মওলার গুলশানের বাসভবনে নৈশভোজে অংশ নেন বৃটিশ হাই কমিশনার। ঢাকায় নিযুক্ত যুক্তরাজ্যে হাই কমিশনার সারাহ কুককে জাতীয় পার্টির চেয়ারম্যান জি এম কাদের এ কথা বলেন।  এতে জাতীয় পার্টির মহাসচিব মুজিবুল হক চুন্নু, ঢাকাস্থ যুক্তরাজ্য হাইকমিশনের পলিটিক্যাল সেক্রেটারি সাইমন পেইজ।

জাতীয় পার্টিরচেয়ারম্যানের বিশেষ দূত জানান, সারাহ কুক জানতে চেয়েছিলেন জাপা আগামী নির্বাচনে অংশ নেবে কি না? জবাবে জি এম কাদের বলেছেন, জাতীয় পার্টি একটি নির্বাচনমুখী দল। নির্বাচন নিয়ে দলের নেতাদের নিজস্ব প্রস্তুতি ও ভাবনা রয়েছে। নির্বাচনে অংশ না নিলে দলের ভাঙন দেখা দেবে। তাই জাতীয় পার্টি নির্বাচনে অংশ নেবে। যুক্তরাজ্য চায় বাংলাদেশের নির্বাচন অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ এবং অংশগ্রহণমূলক হোক। জাতীয় পার্টিও সুষ্ঠু ও অংশগ্রহণমূলক চান।

২০১৪ সালের ৫ জানুয়ারির বিএনপিবিহীন নির্বাচন বর্জন করেছিলেন জাপার তৎকালীন চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদ। কিন্তু রওশন এরশাদের নেতৃত্বে দলের একাংশ নির্বাচনে অংশ নেয়। আওয়ামী লীগের সঙ্গে নির্বাচনী সমঝোতায় ৩৪ আসন পেয়ে প্রধান বিরোধী দল হিসেবে আভির্ভূত হয়। জি এম কাদের বর্জন করলেও রওশনপন্থিরা এবারও নির্বাচনে অংশ নেবে। ইতিমধ্যে একাধিকবার বিরোধীদলীয় নেতা রওশন এরশাদ সংবিধান অনুযায়ী নির্বাচন আয়োজনের সমর্থন এবং তাতে অংশগ্রহণের কথা বলেছেন।