| |
               

মূল পাতা সারাদেশ জেলা শ্রমিক অসন্তোষের জেরে আশুলিয়ার অধিকাংশ পোশাক কারখানা ছুটি ঘোষণা


শ্রমিক অসন্তোষের জেরে আশুলিয়ার অধিকাংশ পোশাক কারখানা ছুটি ঘোষণা


রহমত নিউজ     01 November, 2023     01:08 PM    


বেতন বৃদ্ধির দাবিতে চলমান শ্রমিক অসন্তোষের জেরে আশুলিয়ার অধিকাংশ কারখানা ছুটি ঘোষণা করা হয়েছে।

আজ (১ নভেম্বর) বুধবার সকালে টঙ্গী-আশুলিয়া-ইপিজেড সড়কের ইউনিক, জামগড়া, ছয়তলা, নরসিংহপুর এলাকা ঘুরে দেখা যায়, সকাল সাড়ে ৮টার দিকে নিশ্চিন্তপুরে ৩০-৪০ জন শ্রমিক এলিভেটেড এক্সপ্রেসওয়ের কিছু বেষ্টনী ভেঙে সড়ক বন্ধের চেষ্টা করে। এ সময় পুলিশ তাদের বুঝিয়ে বাসায় পাঠিয়ে দেয়। এছাড়া সড়কের বিভিন্ন পয়েন্টে শ্রমিকরা নামার চেষ্টা করলেও শেষ পর্যন্ত সবাই বাসায় চলে যায়। তবে সড়কে আজও পুলিশের ব্যাপক উপস্থিতি দেখা গেছে। এ ঘটনায় সড়কের দুপাশের প্রায় সব কারখানার গেটে ছুটির নোটিশ টানিয়ে দিয়েছে কর্তৃপক্ষ।

নোটিশে বলা হয়েছে, কারখানা কর্তৃপক্ষের সিদ্ধান্ত মোতাবেক বুধবার (১ নভেম্বর) কারখানার সকল প্রকার কার্যক্রম বন্ধ থাকবে। তবে বৃহস্পতিবার (২ নভেম্বর) সকাল থেকে কারখানার কার্যক্রম সচল থাকবে। এক্ষেত্রে সকল কর্মকর্তা, কর্মচারী ও শ্রমিকদের যথা সময়ে কারখানায় উপস্থিত হওয়ার জন্য বলা হয়েছে।

শ্রমিক সেন্টু মিয়া বলেন, গত দুই দিন ধরে আন্দোলন চলছে। আজ শ্রমিকরা শান্ত রয়েছে। আমরা কারখানার গেটে গিয়ে দেখি কারখানা ছুটি ঘোষণা করা হয়েছে। আগামীকাল থেকে কারখানা খোলার কথা রয়েছে। কারখানা খুলে দিলে আমরা কাজে যোগ দেব।

শিল্প পুলিশ-১ এর পুলিশ সুপার মোহাম্মদ সারোয়ার আলম বলেন, আজকের পরিস্থিতি অনেকটাই ভালো। অনেক কারখানায় কাজ চালু রয়েছে। তবে সড়কের পাশের কিছু কারখানা বন্ধ রয়েছে। সড়কসহ সকল পরিস্থিতি এখন ভালো।


এই এলাকার অন্যান্য সংবাদ দেখতে ক্লিক করুন: ঢাকা ঢাকা সাভার