| |
               

মূল পাতা প্রবাস ‘দখল করতে আমার ভূখণ্ডে যে–ই আসুক, সে শত্রু ও দোষী’


‘দখল করতে আমার ভূখণ্ডে যে–ই আসুক, সে শত্রু ও দোষী’


মুসলিম বিশ্ব ডেস্ক     15 October, 2023     10:01 AM    


হামাসেরর সাবেক প্রধান খালিদ মেশাল বলেছেন,হামাস যোদ্ধারা যা করেছেন, তা ‘ইসরায়েলি দখলদারত্ব নির্মূলের প্রচেষ্টা’। এ যুদ্ধ গত সপ্তাহে শুরু হয়নি, এটি ১৯৪৮ সালে শুরু হয়েছে। ইসরায়েল বরাবরই বলে আসছিল, তাদের সেনাবাহিনী সবচেয়ে শক্তিশালী ও অপ্রতিরোধ্য। আমরা যখন দেখলাম, কয়েক ঘণ্টার মধ্যেই তারা হেরে গেছে, আমরাও অবাক হয়েছি। হামাস বেসামরিক মানুষ, শিশু ও বয়স্কদের হত্যা করছে, এ ধরনের কাজ না করতে, আমরা তাদের বারবার বলে এসেছি। কিন্তু যুদ্ধের মধ্যে এমনটা হতেই পারে। ইসরায়েল কি সব সময় বলে না যে তারা উদ্দেশ্যমূলকভাবে (সাধারণ মানুষকে হত্যা) এটা করেনি। আমরা এই ভূখণ্ডের মালিক। বাইরে থেকে যখন শত্রু আসে, তারা সৈন্যই হোক বা বেসামরিক মানুষই হোক, তারা সবাই শত্রুই। আমার ভূখণ্ডে যে–ই আসুক (দখল করতে), সে শত্রু ও দোষী।’

তুরস্কের হাবেরতুর্ক টিভির সঙ্গে সাক্ষাতকারে তিনি এসব কথা বলেন। খালিদ মেশাল বর্তমানে হামাসের পররাষ্ট্র সম্পর্কবিষয়ক প্রধান। ফিলিস্তিনের প্রতিরোধ সংগঠন হামাস ৭ অক্টোবর ইসরায়েলে হামলা চালায়। এতে প্রায় ১ হাজার ৩০০ জন নিহত হন। এর পর থেকে গাজায় ভয়াবহ হামলা চালিয়ে আসছে ইসরায়েলি বাহিনী। এতে নিহত ফিলিস্তিনির সংখ্যা দুই হাজার ছাড়িয়ে গেছে। গাজায় বড় ধরনের স্থল অভিযানেরও প্রস্তুতি নিয়েছে ইসরায়েল।