| |
               

মূল পাতা জাতীয় নির্বাচন কমিশন তফসিলের পর আগের মামলায় গ্রেফতার করলে হস্তক্ষেপ করবে ইসি


তফসিলের পর আগের মামলায় গ্রেফতার করলে হস্তক্ষেপ করবে ইসি


রহমত নিউজ     15 October, 2023     02:24 PM    


নির্বাচন কমিশনার মোহাম্মদ আলমগীর বলেছেন, সংবিধানের দৃষ্টিতে ভোটে কোনো বাধা দেখছে না নির্বাচন কমিশন। সরকারের সঙ্গে রাজনৈতিক দলের ইস্যুতে হস্তক্ষেপ করবে না ইসি। নির্বাচন সুষ্ঠু ও শান্তিপূর্ণ করার জন্য তফসিল ঘোষণার পর যেন কোনো রাজনৈতিক মামলা বা আটক করা না হয়। তফসিল ঘোষণার পর কাউকে আগের মামলায় গ্রেফতার করলে নির্বাচন কমিশন (ইসি) হস্তক্ষেপ করবে।

রবিবার (১৫ অক্টোবর) নির্বাচন ভবনে সাংবাদিকেদর এক প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

ইসি আলমগীর বলেন,  সংবিধান অনুযায়ী দায়িত্ব নিয়েছি দলীয় সরকারের অধীনে। পুলিশ ও জেলা প্রশাসকরা নির্বাচনে আমাদের কথামতো কাজ করবেন। পুলিশ ও রাজনীতির দায়িত্ব আমরা পালন করি না। নির্বাচন শান্তিপূর্ণ করার জন্য নতুন করে যেন গ্রেফতার করা না হয়। ক্রিমিনাল মামলা থেকে থাকলে নির্বাচনের আগে গ্রেফতার করুন, তফসিল ঘোষণার পর গ্রেফতার যেন না হয়। নির্বাচনের তফসিল ঘোষণার পর কাউকে গ্রেফতার করতে পারেন না- সিইসি এই কথা বলেছেন। মামলা ও ক্রিমিনাল অফেন্স থাকলে গ্রেফতার করতে হবে তফসিল ঘোষণার আগে।’