| |
               

মূল পাতা সারাদেশ জেলা নিষেধাজ্ঞা অমান্য করে মাছ শিকার, জেলে আটক


নিষেধাজ্ঞা অমান্য করে মাছ শিকার, জেলে আটক


মফস্বল ডেস্ক     14 October, 2023     10:46 AM    


নিষেধাজ্ঞা অমান্য করে নদীতে মাছ শিকার করায় নোয়াখালীর হাতিয়ায় মো. স্বপন মিয়া (৪৫) এক জেলেকে আটক করেছে নৌ-পুলিশ।

শুক্রবার (১৩ অক্টোবর) রাতে তাকে হাতিয়া থানায় হস্তান্তর করা হয়। এর আগে সন্ধ্যায় নিঝুমদ্বীপের চরকবিরার পাশে মেঘনা নদী থেকে তাকে আটক করা হয়।

আটক স্বপন মিয়া নিঝুমদ্বীপ ইউনিয়নের ইসলামপুর গ্রামের মৃত সফিউল আলমের ছেলে।

নিঝুমদ্বীপ নৌ-পুলিশ ফাঁড়ির ইনচার্জ মো: রাকিবুল হাসান জানান, মা ইলিশ সংরক্ষণ অভিযানের অংশ হিসাবে নৌ-পুলিশের একটি টিম টহল দিতে নদীতে যায়। এ সময় চরকবিরার পাশে কারেন্ট জাল ব্যবহার করে নদীতে মাছ শিকার করা অবস্থায় একজনকে আটক করা হয়। পরে নদীতে পাতানো অবস্থায় ৫শত মিটার কারেন্ট জাল জব্দ করা হয়।

তিনি আরও জানান, আটক স্বপন মিয়া কৌশলে নৌকা ব্যবহার না করে নিজে এই জাল পেতে নদীতে মাছ শিকার করে ছিলেন। তার বিরুদ্বে নৌ-পুলিশ বাদি হয়ে হাতিয়া থানায় মৎস্য সংরক্ষন আইনে মামলা দেয়। উক্ত মামলায় তাকে আটক দেখানো হয়।

উল্লেখ্য, ইলিশের প্রধান প্রজনন মৌসুমে মা ইলিশ রক্ষায় সারাদেশের ন্যায় হাতিয়ার মেঘনা নদীতে ১১ অক্টোবর মধ্য রাত থেকে আগামী ২ নভেম্বর পর্যন্ত ২২ দিনের নিষেধাজ্ঞা দেয় হয়। নিষেধাজ্ঞার এ সময় ইলিশ মাছ আহরণ, পরিবহন, মজুদ, বাজারজাতকরণ, ক্রয়-বিক্রয় ও বিনিময় নিষিদ্ধ ঘোষণা করেছে সরকার।


এই এলাকার অন্যান্য সংবাদ দেখতে ক্লিক করুন: চট্টগ্রাম নোয়াখালী হাতিয়া