| |
               

মূল পাতা জাতীয় অর্থনীতি এ বছর আর চাল আমদানি করতে হবে না, দাম নিম্নগামী: কৃষিমন্ত্রী


ফাইল ছবি

এ বছর আর চাল আমদানি করতে হবে না, দাম নিম্নগামী: কৃষিমন্ত্রী


রহমত নিউজ     02 October, 2023     07:59 PM    


কৃষিমন্ত্রী ড. আব্দুর রাজ্জাক বলেছনে, উৎপাদন ভালো হওয়ায় এ বছর আর চাল আমদানি করতে হবে না। এখন বাজারে চালের দাম নিম্নগামী। অথচ অন্য বছরে এ সময় দাম বাড়তির দিকে থাকে।

সোমবার (২ অক্টোবর) দুপুরে রাজধানীর সিরডাপ মিলনায়তনে ‘বাংলাদেশের কৃষিতে রূপান্তর: কাজী এম বদরুদ্দোজার অবদান’ শীর্ষক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা জানান।

কৃষিমন্ত্রী বলেন, ২০০৩-২০০৪ সালে দেশের মানুষ খাদ্যের অভাবে মারা পর্যন্ত গেছে। অথচ এখন দেশ খাদ্যে স্বয়ংসম্পূর্ণ। আগামীতে কৃষি আরও চ্যালেঞ্জের মুখে পড়বে, তাই  বায়োটেকনোলজির মাধ্যমে কৃষিতে উৎপাদন বাড়াতে হবে।

তিনি বলেন, একসময় আশ্বিন-কার্তিক মাসে উত্তরবঙ্গের বিভিন্ন এলাকায় মঙ্গা হতো। এখন অশ্বিন মাস চলছে। তারপরও চালের কোনো সংকট নেই। এমনকি এ বছর চাল আমদানি করতে হয়নি। আশা করছি এ বছর আর চাল আমদানি করতে হবে না এবং দামও স্থিতিশীল থাকবে।