| |
               

মূল পাতা সারাদেশ নির্বাচনে আইনশৃঙ্খলা রক্ষায় র‍্যাব মানসিকভাবে প্রস্তুত : ডিজি


নির্বাচনে আইনশৃঙ্খলা রক্ষায় র‍্যাব মানসিকভাবে প্রস্তুত : ডিজি


রহমত নিউজ ডেস্ক     12 September, 2023     02:30 PM    


র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন-র‍্যাবের মহাপরিচালক (ডিজি) এম খুরশীদ হোসেন বলেছেন, আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে আইনশৃঙ্খলা রক্ষায় যেকোনো ধরনের চ্যালেঞ্জ মোকাবিলায় র‍্যাব মানসিকভাবে প্রস্তুত রয়েছে। নির্বাচনের তফসিল ঘোষণার পর আইনশৃঙ্খলা বাহিনী নির্বাচন কমিশনের অধীনে কাজ করবে। কমিশন যেভাবে পরিচালনা করবে, র‍্যাব সেভাবে দায়িত্ব পালন করবে। সাধারণ মানুষ যেন নির্বিঘ্নে কেন্দ্রে গিয়ে ভোটাধিকার প্রয়োগ করতে পারেন সেটি নিশ্চিতে আইনশৃঙ্খলা রক্ষায় র‍্যাব দৃঢ়ভাবে দায়িত্ব পালন করবে। এজন্য যেকোনো চ্যালেঞ্জ মোকাবিলায় র‍্যাব মানসিকভাবে প্রস্তুত রয়েছে।

মঙ্গলবার (১১ সেপ্টেম্বর) দুপুরে ব্রাহ্মণবাড়িয়া জেলা শহরের পৈরতলা এলাকায় র‍্যাব-৯ এর ক্যাম্প উদ্বোধন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন। উদ্বোধন শেষে র‍্যাবের মহাপরিচালক ক্যাম্পে একটি গাছের চারা রোপণ করেন। এরপর সুধী সমাবেশে যোগ দেন তিনি। এ সময় র‍্যাবের অতিরিক্ত মহাপরিচালক (অপারেশন) কর্নেল মো. মাহাবুব আলম, র‍্যাবের লিগ্যাল ও মিডিয়া উইংয়ের পরিচালক কমান্ডার খন্দকার আল মঈন, ব্রাহ্মণবাড়িয়ার জেলা প্রশাসক মো. শাহগীর আলম, পুলিশ সুপার মোহাম্মদ শাখাওয়াত হোসেন প্রমুখ উপস্থিত ছিলেন।


এই এলাকার অন্যান্য সংবাদ দেখতে ক্লিক করুন: চট্টগ্রাম ব্রাহ্মণবাড়িয়া ব্রাহ্মণবাড়িয়া সদর