মূল পাতা শিক্ষাঙ্গন আজ এইচএসসি ও সমমানের পরীক্ষায় অনুপস্থিত ৮৫০২
রহমত নিউজ ডেস্ক 12 September, 2023 08:56 PM
এইচএসসি ও সমমানের পরীক্ষায় আজ মঙ্গলবার ৯টি শিক্ষা বোর্ডে অনুপস্থিত ছিল ৮ হাজার ৫০২ জন শিক্ষার্থী। অনুপস্থিতির হার শুন্য দশমিক ৮৯ শতাংশ। এদিন অসদুপায় অবলম্বনের দায়ে ৪ জন পরীক্ষার্থীকেও বহিষ্কার করা হয়েছে। বরিশাল, কুমিল্লা, রাজশাহী ও ময়মনসিংহে একজন করে শিক্ষার্থী বহিষ্কার হয়েছে।
মঙ্গলবার (১২ সেপ্টেম্বর) শিক্ষা মন্ত্রণালয়ের কন্ট্রোল রুম থেকে এ তথ্য জানানো হয়। আজ ৯টি শিক্ষাবোর্ডে পৌরনীতি ও সুশাসন ১ম পত্র, জীববিজ্ঞান ১ম এবং ব্যবসা সংগঠন ও ব্যবস্থাপনা ১ম পত্র পরীক্ষা অনুষ্ঠিত হয়। সকাল ১০টা থেকে দুপুর ১টা পর্যন্ত এ পরীক্ষা অনুষ্ঠিত হয়।
শিক্ষা মন্ত্রণালয়ের নিয়ন্ত্রণ কক্ষের তথ্য অনুযায়ী, মঙ্গলবার ৯টি শিক্ষা বোর্ডের অধীনে এইচএসসি পরীক্ষায় মোট পরীক্ষার্থী ছিল ৯ লাখ ৫৭ হাজার ৪০২ জন। এর মধ্যে ৯ লাখ ৪৮ হাজার ৯০০ জন পরীক্ষার্থী অংশ নেয়। অনুপস্থিতির মধ্যে ঢাকা শিক্ষাবোর্ডে ২২৫৮ জন, রাজশাহীতে ১২৪১, কুমিল্লা ৭৬৫, যশোর ৮৪৭, চট্টগ্রাম ৬৯৯, সিলেট ৬৮৬, দিনাজপুরে ৯৮৮, ময়মনসিংহে ৫২৪ জন পরীক্ষার্থী অনুপস্থিত ছিল।