রহমত নিউজ ডেস্ক 08 September, 2023 02:24 PM
দেশে ক্যানসার রোগীর সংখ্যা বাড়ছে। সে অনুযায়ী বিশেষজ্ঞ চিকিৎসক কম। এজন্য এক হাজার ৬০০ ক্যানসার বিশেষজ্ঞ প্রয়োজন বলে জানিয়েছেন বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএসএমএমইউ) ভিসি ডা. মো. শারফুদ্দিন আহমেদ।
শুক্রবার (৮ সেপ্টেম্বর) সকালে রাজধানীর কারওয়ান বাজারে হোটেল প্যানপ্যাসিফিক সোনারগাঁওয়ে মেডিকেল অনকোলজি সোসাইটি ইন বাংলাদেশ (এমওএসবি) আয়োজিত ‘ঢাকা ক্যানসার সামিট ২০২৩’ তিনি এ কথা জানান। এমওএসবির সভাপতি অধ্যাপক ডা. পারভীন সাহিদা আক্তারের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য দেন, সাবেক কনসালটেন্ট ফিজিশিয়ান মেজর জেনারেল (অব.) ডা. আজিজুল ইসলাম, জাতীয় ক্যানসার গবেষণা ইনস্টিটিউট ও হাসপাতালের পরিচালক অধ্যাপক ডা. নিজামুল হক প্রমুখ।
বিএসএমএমইউ উপাচার্য বলেন, ক্যানসার এখন মৃত্যুর অন্যতম প্রধান কারণ। দেশে ক্যানসার চিকিৎসার জন্য এক হাজার ৬০০ বিশেষজ্ঞ প্রয়োজন। কিন্তু এর সংখ্যা আমাদের দেশে অপ্রতুল। সুতরাং ভবিষ্যতে ক্যানসার বিশেষজ্ঞের সংখ্যা বাড়ানোর উদ্যোগ নিতে হবে। দেশে ক্যানসার আক্রান্ত রোগীর সংখ্যা বেড়েছে। তাই মৃত্যুর হারও বেড়েছে। ফলে প্রত্যেক হাসপাতালে চিকিৎসা দেওয়ার ব্যবস্থা রাখতে হবে। দেশের আট বিভাগীয় শহরে ক্যানসার চিকিৎসা দেওয়া যাবে এমন হাসপাতাল করতে যাচ্ছে সরকার। আমরা অনেক সময় দেখি মেশিন নষ্ট হয়ে পড়ে থাকে। চালানোর লোকবল নেই। এটা যেন না হয়। দেশের চিকিৎসা ব্যবস্থায় আশা প্রকাশ করেন, কোনো রোগীই যেন দেশের বাইরে না যায়। উন্নত চিকিৎসার ব্যবস্থা তৈরি করতে হবে। আজকে ক্যানসার সামিটে দেশ ও দেশের বাইরের বিশেষজ্ঞরা এসেছেন। তাদের জ্ঞানের মাধ্যমে এ দেশে ক্যানসার চিকিৎসায় অবদান রাখবে। আমাদের দেশে বিশেষজ্ঞ আরো কীভাবে বাড়ানো যায় তার চেষ্টা করতে হবে।