| |
               

মূল পাতা রাজনীতি অন্যান্য সর্বস্তরের মানুষ এই সরকারের পদত্যাগ চায় : মান্না


সর্বস্তরের মানুষ এই সরকারের পদত্যাগ চায় : মান্না


রহমত নিউজ ডেস্ক     07 September, 2023     09:58 AM    


নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না বলেন, সরকারের পদত্যাগ দাবিতে চলমান যুগপৎ আন্দোলনে জনগণ সম্পৃক্ত হওয়ায় আওয়ামী লীগের রাজনৈতিক পরাজয় ঘটেছে, দুর্নীতি-লুটপাটের কারণে আওয়ামী লীগকে মানুষ এখন ঘৃণার চোখে দেখে। সর্বস্তরের মানুষ এই সরকারের পদত্যাগ চায়। তারা বিদায় না হওয়া পর্যন্ত এ দেশের কারোরই কোনো ভালো সম্ভব না।  বিরোধী দল যখনই কোনো কর্মসূচি দেয়, তখন আওয়ামী লীগ পাল্টা কর্মসূচি দেয়। তাদের শান্তিপূর্ণ কর্মসূচিতে গুলি চালিয়ে আওয়ামী লীগ অশান্তি করে। আসলে আওয়ামী লীগ ভাঙতে পারে, গড়তে পারে না। অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের দাবি এখন গণদাবিতে পরিণত হয়েছে। বাংলাদেশে সুষ্ঠু নির্বাচনের দাবিতে এখন আন্তর্জাতিক মহলও জোর দিয়েছে।

বুধবার (৫ সেপ্টেম্বর) রাজধানীর পুরানা পল্টনে ভাসানী অনুসারী পরিষদের কেন্দ্রীয় কার্যালয়ে ভাসানী ছাত্র পরিষদ আয়োজিত ‘বাংলাদেশের বর্তমান রাজনৈতিক সংকটে ছাত্রসমাজের ভূমিকা’ শীর্ষক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন। পরিষদের আহ্বায়ক মোহাম্মদ শাকিলের সভাপতিত্বে এবং সদস্য সচিব ফাইজুল্লাহ নোমানের সঞ্চালনায় সভায় বক্তব্য দেন ভাসানী অনুসারী পরিষদের আহ্বায়ক শেখ রফিকুল ইসলাম বাবলু, বিএনপির মিডিয়া সেলের আহবায়ক জহির উদ্দিন স্বপন, গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী জোনায়েদ সাকি, ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশের সভাপতি শরিকুল ইসলাম রিয়াদ, ছাত্রদলের সহ-সভাপতি তাবিবুর রহমান সাগর, নাগরিক ছাত্র ঐক্যের সভাপতি মোশাররফ হোসেন, সাধারণ সম্পাদক তরিকুল ইসলাম, বাংলাদেশ ছাত্র ফেডারেশনের সাধারণ সম্পাদক সৈকত আরিফ এবং বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদের ভারপ্রাপ্ত সভাপতি তরিকুল ইসলাম।