| |
               

মূল পাতা রাজনীতি ইসলামী দল ‘বর্তমান নির্বাচন ব্যবস্থার উপর জনগণের কোনো আস্থা নেই’


‘বর্তমান নির্বাচন ব্যবস্থার উপর জনগণের কোনো আস্থা নেই’


রহমত নিউজ ডেস্ক     04 September, 2023     09:34 AM    


দেশ আজ কঠিন সংকটে নিপতিত। বর্তমান নির্বাচন ব্যবস্থার উপর জনগণের কোন আস্থা ও আগ্রহ নেই। বিদেশীদের নানা রকম তৎপরতাও এখন দৃশ্যমান। অবস্থাদৃষ্টে মনে হয় অনিশ্চিত এক গন্তব্যের দিকে অগ্রসর হচ্ছি আমরা। সরকারের একরোখা নীতির কারণেই আজ এমন পরিস্থিতির সৃষ্টি হয়েছে। স্বাভাবিক কারণে সরকারকে এর দায় নিতে হবে। 

রবিবার (৩ সেপ্টেম্বর) রাজধানীর পল্টনস্থ দলীয় কার্যালয়ে দলের খাস কমিটির বৈঠকে উপস্থিত নেতৃবৃন্দ এসব কথা বলেন। দলের সহ-সভাপতি মাওলানা উবায়দুল্লাহ ফারুক সাহেবের সভাপতিত্বে বৈঠকে উপস্থিত ছিলেন সহ-সভাপতি মাওলানা আব্দুর রব ইউসুফী, মাওলানা আব্দুল কুদ্দুস তালুকদার, মাওলানা জুনায়েদ আল-হাবীব, এডভোকেট মাওলানা শাহীনুর পাশা চৌধুরী, মাওলানা আব্দুল কুদ্দুস কাসেমী, মহাসচিব মাওলানা মঞ্জুরুল ইসলাম আফেন্দী, যুগ্ম-মহাসচিব মাওলানা তাফাজ্জল হক আজীজ, সাংগঠনিক সম্পাদক মাওলানা নাজমুল হাসান কাসেমী।

বৈঠকে নির্দলীয় নিরপেক্ষ সরকারের অধীনে আগামী জাতীয় নির্বাচনের দাবীতে আগামী ২২ সেপ্টেম্বর শুক্রবার ঢাকায় অনুষ্ঠিতব্য মহাসমাবেশ সফলের লক্ষ্যে সহ-সভাপতি মাওলানা আব্দুর রব ইউসুফী সাহেবকে আহবায়ক ও মহাসচিব মাওলানা মঞ্জুরুল ইসলাম আফেন্দী সাহেবকে সদস্যসচিব করে ২৫ সদস্য বিশিষ্ট একটি বাস্তবায়ন কমিটি গঠিত হয়।