| |
               

মূল পাতা আন্তর্জাতিক মূল্যস্ফীতির প্রতিবাদে পাকিস্তান জুড়ে ব্যবসায়ীদের ধর্মঘট


মূল্যস্ফীতির প্রতিবাদে পাকিস্তান জুড়ে ব্যবসায়ীদের ধর্মঘট


আন্তর্জাতিক ডেস্ক     03 September, 2023     08:52 PM    


পাকিস্তানি ভয়াবহ মূল্যস্ফীতি ও জ্বালানি পণ্যের দাম বেড়ে যাওয়ার প্রতিবাদে হাজার হাজার ব্যবসায়ী দোকানপাট বন্ধ করে ধর্মঘট পালন করেছেন। গতকাল (শনিবার) এই নজিরবিহীন প্রতিবাদ হয়।

ধর্মঘটের কারণে করাচি, লাহোর এবং পেশওয়ারের বেশিরভাগ দোকানপাট ও ব্যবসাকেন্দ্র বন্ধ থাকে এবং ব্যবসায়ীরা নানা ধরনের ব্যানার, ফেস্টুন ও প্লাকার্ড হাতে নিয়ে মিছিল সমাবেশ করেন। তারা বলেছেন, সরকার অযৌক্তিকভাবে বিদ্যুতের বিল এবং ট্যাক্স বাড়িয়েছে।

দেশটিতে সাধারণ নির্বাচন অনুষ্ঠানের কিছুদিন আগে ব্যবসায়িরা এই ধর্মঘট পালন করলেন। এর মধ্য দিয়ে রাষ্ট্র ক্ষমতা থেকে সদ্য বিদায় নেয়া মুসলিম লীগ ও পাকিস্তান   পিপলস পার্টি বা পিপিপির প্রতি তারা অনাস্থা জানিয়েছেন।

বিগত কয়েক দশকের দুর্নীতি, ব্যবস্থাপনা এবং অস্থিরতা পাকিস্তানের অর্থনীতিকে মারাত্মকভাবে দুর্বল করে দিয়েছে। এ অবস্থায় কিছুদিন আগে ইসলামাবাদ সরকার বিপর্যয় এড়াতে আন্তর্জাতিক মুদ্রা তহবিল বা আইএমএফ-এর সাথে ঋণ চুক্তি করতে বাধ্য হয়।

-পার্সটুডে