| |
               

মূল পাতা জাতীয় অরাজনৈতিক হেফাজতে রাজনৈতিক নেতাদের ভিড়


অরাজনৈতিক হেফাজতে রাজনৈতিক নেতাদের ভিড়


জামিল আহমদ     01 September, 2023     06:38 PM    


৫৩ সদস্য বিশিষ্ট উপদেষ্টা ও ২১১ সদস্যের কমিটি ঘোষণা করেছে দেশের সর্ববৃহৎ অরাজনৈতিক ধর্মীয় সংগঠন হেফাজতে ইসলাম বাংলাদেশ। ‘হেফাজত একটি অরাজনৈতিক সংগঠন’ বলা হলেও নতুন কমিটিতে অধিকাংশ নেতা কোনো না কোনো রাজনৈতিক দলের সঙ্গে সক্রিয়ভাবে যুক্ত। তাদের কেউ কেউ সর্বশেষ ২০১৮ সালে অনুষ্ঠিত একাদশ সংসদ নির্বাচনে বিএনপি নেতৃত্বাধীন জোট ‘জাতীয় ঐক্যফ্রন্টের’ ব্যানারে নির্বাচনে অংশ নিয়েছিলেন। তবে হেফাজতের কমিটির বর্তমান শীর্ষ দুই নেতা (আমির ও মহাসচিব) সরাসরি কোনো রাজনৈতিক দলের সদস্য নন।

হেফাজতের নতুন কমিটি বিশ্লেষণ করে দেখা গেছে, ২০২ সদস্য বিশিষ্ট কমিটিতে জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের উভয় অংশ, খেলফত মজলিস, বাংলাদেশ খেলাফত আন্দোলন, বাংলাদেশ খেলফত মজলিস, বাংলাদেশ নেজামে ইসলাম পার্টি, ইসলামী ঐক্যজোট উভয় অংশসহ রাজনৈতিক দলের নেতারা স্থান পেয়েছেন। কিন্তু একজন উপদেষ্টা ছাড়া জায়গা হয়নি চরমোনাই পীরের দল ইসলামী আন্দোলন বাংলাদেশের কোনো নেতার। গত কমিটিতে পদে পেয়ে পদত্যাগ করায় এবার পদ পায়নি বাংলাদেশ ফরায়েজী আন্দোলন। এছাড়াও পদ পায়নি ইসলামী ঐক্যজোট ও বাংলাদেশ ইসলামী ঐক্য আন্দোলন।

জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের ৩২ জন নেতা হেফাজতের কমিটিতে পদ পেয়েছেন। হেফাজতের উপদেষ্টা পরিষদে আছেন জমিয়তের সভাপতি মাওলানা জিয়াউদ্দীন, সিনিয়র সহ সভাপতি মাওলানা উবায়দুল্লাহ ফারুক, সহ সভাপতি মাওলানা আবদুর রব ইউসুফী, মাওলানা নুরুল ইসলাম খান (সুনামগঞ্জ), হাফিজ মাওলানা মুহসিন আহমদ কৌড়িয়া।

হেফাজতের নায়েবে আমির পদে আছেন জমিয়তের ৬ নেতা। তারা হলেন- জমিয়তের সহ সভাপতি সভাপতি মাওলানা আব্দুল হামিদ মধুপুরী (যিনি প্রয়াত আমীর মাওলানা জুনাইদ বাবুনগরীর ঘোষিত কমিটিতে অবৈধ বলেছিলেন), মাওলানা খালেদ সাইফুল্লাহ সাদী (মোমেনশাহী), মাওলানা আবদুল বাছির, মাওলানা আনোয়ারুল করিম (যশোর), যুগ্ম মহাসচিব মাওলানা বাহাউদ্দীন যাকারিয়া, সাংগঠনিক সম্পাদক মাওলানা নাজমুল হাসান কাসেমী, সিলেট জেলার সাবেক সভাপতি মাওলানা মহিউল ইসলাম বোরহান। হেফাজতের সিনিয়র যুগ্ম মহাসচিবের জমিয়তের সহ সভাপতি মাওলানা জুনায়েদ আল হাবিব।

  ভিডিওতে দেখুন: হেফাজতের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা, যে কারণে তালিকায় নেই মাওলানা মামুনুল হক  

হেফাজতের ১০ যুগ্ম মহাসচিবের মধ্যে ৩ জন জমিয়তের নেতা। তারা হলেন− জমিয়তের মহাসচিব মাওলানা মঞ্জুরুল ইসলাম আফেন্দীে, যুগ্ম মহাসচিব মাওলানা ফজলুল করীম কাসেমী ও  মাওলানা নাসির উদ্দিন মুনির। সহকারী ১৪ মহাসচিবের ৩ জন জমিয়তের নেতা। তারা হলেন- জমিয়তের যুগ্ম মহাসচিব মাওলানা মাসউদুল করিম টঙ্গী, ঢাকা মহানগর উত্তরের সহ সভাপতি মাওলানা হাবিবুল্লাহ মাহমুদ কাসেমী। অপরজন জমিয়তের (বিএনপি অংশ) মহাসিচব ড. মাওলানা মহিউদ্দিন ইকরাম। হেফাজতের সহকারী সাংগঠনিক সম্পাদক পদে ৩ জন  আছেন জমিয়তের নেতা- মাওলানা শামসুল ইসলাম জিলানী কুমিল্লা, জমিয়তের শিক্ষা ও সংস্কৃতি সম্পাদক মাওলানা জাবের কাসেমী, যুব জমিয়তের সভাপতি মাওলানা তাফহিমুল হক।

হেফাজতের চার সহকারী অর্থ সম্পাদকের ২ জন জমিয়তের নেতা। তারা হলেন- জমিয়তের যুগ্ম মহাসচিব মাওলানা লোকমান মাজহারী, জমিয়তের অর্থ সম্পাদক মাওলানা জাকের হোসাইন কাসেমী। হেফাজতের ৭ সহকারী প্রচার সম্পাদক পদে জমিয়তের ২ নেতা স্থান পেয়েছেন। তারা হলেন−জমিয়তের শ্রম বিষয়ক সম্পাদক মাওলানা ফেরদাউসুর রহমান, জমিয়তের সদস্য মাওলানা ইয়াকুব ওসমানী। সহকারী দফতর সম্পাদক পদে পেয়েছেন জমিয়তের ময়মনসিংহ মহানগর সাধারণ সম্পাদক মাওলানা সিদ্দিকুল ইসলাম তোফায়েল।

আরও পড়ুন: একনজরে হেফাজতের পূর্ণাঙ্গ কমিটি

হেফাজতের আইন বিষয়ক সম্পাদক হয়েছেন জমিয়তের সহ সভাপতি এডভোকেট মাওলানা শাহিনুর পাশা চৌধুরী,  দাওয়াহ সম্পাদক পদ পেয়েছেন দাওয়াহ বিষয়ক সম্পাদক জমিয়তের যুগ্ম মহাসচিব মাওলানা তাফাজ্জুল হক আজিজ, সহকারী দাওয়াহ বিষয়ক সম্পাদক জমিয়তের যুগ্ম মহাসচিব মাওলানা মাহবুব উল্লাহ কাসেমী, সহকারী আন্তর্জাতিক সম্পাদক পদ পেয়েছেন জমিয়তের যুগ্ম মহাসচিব মাওলানা শোয়াইব আহমদ লন্ডন, জমিয়তের আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক মাওলানা গোলাম কিবরিয়া লন্ডন।

৫০ নির্বাহি সদস্যের তালিকার ৬ জন জমিয়তের। তারা হলেন- জমিয়তেরসহ সভাপতি মাওলানা আবদুল কুদ্দুস কাসেমী, জমিয়তের সহকারী মহাসচিব মাওলানা জামিল আহমদ আনসারী, মাওলানা বশির আহমদ মুন্সিগঞ্জ, মাওলানা আলী আকবর (সাভার), আবু আব্দুর রহিম (নরসিংদী), অপরজন জমিয়তের (বিএনপি অংশ) সহ সভাপতি মাওলানা শেখ মুজিবুর রহমান।

খেলাফত মজলিসের ১১ নেতা হেফাজতের কেন্দ্রীয় কমিটিতে আছেন। হেফাজতের উপদেষ্টা পরিষদে আছেন খেলাফত মজলিসের সাবেক আমির ও বর্তমান প্রধান উপদেষ্টা মাওলানা মুহাম্মদ ইসহাক, বর্তমান ভারপ্রাপ্ত আমীর মাওলানা আবদুল বাসিত আযাদ ও নায়েবে আমীর হাফিজ মাওলানা মজদুদ্দিন আহমদ। হেফাজতের নায়েবে আমির পদে আছেন খেলাফতের মহাসচিব ড. আহমদ আবদুল কাদের, নায়েবে আমীর মাওলানা সাখাওয়াত হোসাইন (খুলনা), সহকারী মহাসচিব পদে আছেন নায়েবে আমীর মাওলানা আহমদ আলী কাসেমী, সহকারী আন্তর্জাতিক সম্পাদক পদে আছেন খেলাফত মজলিসের নায়েবে আমীর অধ্যাপক মাওলানা আবদুল কাদের সালেহ। সহকারী আইন বিষয়ক সম্পাদক খেলাফত মজলিসের যুগ্ম মহাসচিব এডভোকেট জাহাঙ্গীর হোসাইন। সহকারি সাহিত্য ও সংস্কৃতি সম্পাদক হয়েছেন খেলাফত মজলিসের নির্বাহী সদস্য ও চট্টগ্রাম দক্ষিণ জেলা সভাপতি মাওলানা মাহবুবুর রহমান হানিফ, সহকারী প্রচার সম্পাদক খেলাফত মজলিস নেতা মুফতি শরিফুল্লাহ, সদস্য হয়েছেন খেলাফত মজলিসের দাওয়াহ বিষিয়ক সম্পাদক মুফতি শেহাব উদ্দিন।

বাংলাদেশ খেলাফত মজলিসের  ১০ নেতা। হেফাজতের উপদেষ্টা বাংলাদেশ খেলাফত মজলিসের আমির মাওলানা ইসমাইল নূরপুরী ও সংগঠনের উপদেষ্টা মাওলানা আবুল কালাম। হেফাজতের নায়েবে আমির হয়েছেন বাংলাদেশ খেলাফত মজলিসের নায়েবে আমীর মাওলানা খুরশিদ আলম কাসেমী ও মাওলানা সাঈদ নুর, দলটির সাবেক মহাসচিব মাওলানা মাহফুজুল হক। যুগ্ম মহাসচিব হয়েছেন বাংলাদেশ খেলাফত মজলিসের ভারপ্রাপ্ত মহাসচিব মাওলানা জালালুদ্দীন আহমদ, যুগ্ম মহাসচিব দলের যুগ্ম মহাসচিব মাওলানা আতাউল্লাহ আমিন। সহকারী অর্থ সম্পাদক বাংলাদেশ খেলাফত মজলিসের ঢাকা মহানগরীর সহ সভাপতি মাওলানা ইলিয়াস হামিদী। সহপ্রচার সম্পাদক হয়েছেন বাংলাদেশ খেলাফত মজলিসের সাংগঠনিক সম্পাদক মওলানা ফয়সাল আহমদ। সহকারী দাওয়াহ বিষয়ক সম্পাদক হয়েছেন বাংলাদেশ খেলাফত মজলিসের সাংগঠনিক সম্পাদক মাওলানা এনামুল হক মুসা।

হেফাজতের নতুন কমিটিতে বাংলাদেশ খেলাফত আন্দোলনের ৮ নেতা। হেফাজতের উপদেষ্টা হয়েছে দলের উপদেষ্টা মাওলানা সুলাইমান নুমানী, সিনিয়র নায়েবে আমীর হয়েছেন দলের প্রধান আমীরে শরীয়ত আল্লামা আতাউল্লাহ হাফেজ্জী। নায়েবে আমীর হয়েছেন দলের মহাসচিব মাওলানা হাবিবুল্লাহ মিয়াজী। যুগ্ম মহাসচিব হয়েছেন দলের নায়েবে আমীর মাওলানা মুজিবুর রহমান হামিদী ও দলের যুগ্ম মহাসচিব মাওলানা মীর ইদরিস, সহ প্রচার সম্পাদক হয়েছেন দলের সাংগঠনিক সম্পাদক মুফতি সুলতান মুহিউদ্দিন৷ সদস্য হয়েছেন দলের যুগ্ম মহাসচিব মাওলানা সানাউল্লাহ হাফেজ্জী ও দলের উপদেষ্টা মাওলানা ইউসুফ সাদেক হাক্কানী।

নেজামে ইসলাম পার্টির ৪ নেতা। হেফাজতের নায়েব আমির হিসেবে আছেন বাংলাদেশ নেজামে ইসলাম পার্টির আমীর মাওলানা সারওয়ার কামাল আজিজী। হেফাজতের যুগ্ম মহাসচিবর পদে আছেন নেজামে ইসলাম পার্টির যুগ্ম মহাসচিব মাওলানা আজিজুল হক ইসলামাবাদী, হেফাজতের সাবেক সাংগঠনিক সম্পাদক ছিলেন। হেফাজতের সহকারী মহাসচিবর পদে আছেন নেজামে ইসলাম পার্টির মহাসচিব মাওলানা মুসা বিন ইজাহার। সহকারী সমাজ কল্যাণ সম্পাদক হয়েছেন নেজামে ইসলাম পার্টির নায়েবে আমীর মাওলানা আবদুল খালেক নিজামী।

বিএনপি নেতৃত্বাধীন ইসলামী ঐক্যজোটের চেয়ারম্যান এডভোকেট মাওলানা আবদুর রকিব। এবং ইসলামী ঐক্যজোটের ভাইস চেয়ারম্যান মাওলানা শওকত হোসাইন সরকার উপদেষ্টা হয়েছেন। এ ছাড়া উপদেষ্টার তালিকায় আছেন চরমোনাই পীরের দল ইসলামী আন্দোলন বাংলাদেশের নেতা মাওলানা উবায়দুর রহমান মাহবুব।