| |
               

মূল পাতা জাতীয় বাংলাদেশে কেউ আইনের ঊর্ধ্বে নয় : আইনমন্ত্রী


বাংলাদেশে কেউ আইনের ঊর্ধ্বে নয় : আইনমন্ত্রী


রহমত নিউজ     31 August, 2023     11:17 PM    


আইন, বিচার ও সংসদ বিষয়কমন্ত্রী আনিসুল হক বলেছেন, ‘বাংলাদেশে কেউ আইনের ঊর্ধ্বে নয়। কেউ অপরাধ করলে তার বিচার হবেই।’

আজ (৩১ আগস্ট) বৃহস্পতিবার সন্ধ্যায় এক আলোচনা সভায় নোবেল বিজয়ী ড. মুহ্ম্মদ ইউনূসের বিচার প্রসঙ্গে তিনি এ কথা বলেন। জাতীয় শোক দিবস উপলক্ষে আখাউড়া আজমপুর রেলস্টেশন চত্বরে উত্তর ইউনিয়ন আওয়ামী লীগ ও সহযোগী সংগঠন এই দোয়া ও আলোচনা সভার আয়োজন করে।

আনিসুল হক বলেন, ‘বঙ্গবন্ধুর খুনিদের ইনডেমনিটি অর্ডিনেন্স দ্বারা বিচার থেকে বাঁচিয়ে দেওয়ার চেষ্টা হয়েছিল। সেই জামানা আর নেই। এখন বাংলাদেশে আইনের শাসন আছে।’

হিলারি ক্লিনটনকে ইঙ্গিত করে আইনমন্ত্রী বলেন, ‘দুইবার চেষ্টা করে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট হতে না পারা ব্যক্তির নির্বাচনে ড. ইউনূস টাকা দিয়েছিলেন। উনি এখন ড. ইউনূসকে বাঁচানোর সংগ্রামে সবাইকে ঐক্যবদ্ধ হতে বলছেন। যা বাংলাদেশের বিচারপ্রার্থী মানুষকে অপমান করার শামিল। বাংলাদেশে বিচার বিভাগ স্বাধীন। ড. ইউনূস যদি অন্যায় না করে থাকেন তাহলে তিনি খালাস পাবেন। আর যদি অনুচিত হয়, বিজ্ঞ বিচারক বিচার করবেন।’