| |
               

মূল পাতা রাজনীতি আওয়ামী লীগ ‘ড. ইউনূস আমাদের সুখে-দুঃখে নেই, তার জন্য মায়াকান্না কেন’


‘ড. ইউনূস আমাদের সুখে-দুঃখে নেই, তার জন্য মায়াকান্না কেন’


রহমত নিউজ     30 August, 2023     05:18 PM    


‘ড. মুহাম্মদ ইউনূস আমাদের সুখ-দুঃখে নেই, তার জন্য আমাদের এত মায়াকান্না কেন?’ এমন প্রশ্ন রেখেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। সেতুমন্ত্রী বলেন, তিনি (ইউনূস) বঙ্গবন্ধু হত্যাকাণ্ডের পর শোক প্রকাশ করেনি, চার জাতীয় নেতাকে হত্যা নিয়ে কথা বলেননি, করোনার সময় কথা বলেননি, তিনি কোনোদিন শহীদ মিনার ও জাতীয় স্মৃতিসৌধে গেছেন? আমাদের বন্যা ও জলোচ্ছ্বাসে কখনও এসেছেন? যে মানুষ আমাদের সুখে-দুঃখে নেই, তার জন্য এত মায়াকান্না কেন?

বুধবার (৩০ আগস্ট) সচিবালয়ে বঙ্গবন্ধুর ৪৮তম শাহাদাৎবার্ষিকী উপলক্ষে এক আলোচনাসভায় তিনি এ কথা বলেন।

ওবায়দুল কাদের বলেন, শ্রমিকের অর্থ আত্মসাতকারী নোবেলজয়ী আমাদের প্রয়োজন কী? শ্রমিকের অর্থ আত্মসাৎ করায় শ্রমিকরাই তার বিরুদ্ধে মামলা করেছেন। নোবেল পেয়ে অপরাধ করেও অব্যাহতি পেয়ে যাবেন, এটা কোন দেশের আইনে আছে।

তিনি বলেন, ড. ইউনূসকে নিয়ে নোবেল বিজয়ীরা যে বিবৃতি দিয়েছেন, পত্রিকায় সেই বিবৃতির জায়গা কিনতে দুই মিলিয়ন ডলার লাগে। সেই টাকা কোথায় পেয়েছেন? কোথা থেকে এলো?

এ সময় আন্দোলনে ভাটা পড়ায় বিএনপি ড. ইউনূসকে নিয়ে নতুন খেলা শুরু করেছে বলে মন্তব্য করেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক।

তিনি বলেন, তারা ওয়ান-ইলেভেনের দুঃস্বপ্ন দেখছেন। বাংলাদেশে নির্বাচনের শান্তিপূর্ণ পরিবেশ ভণ্ডুল করতে নতুন প্ল্যাটফর্ম করতে চান। বাংলাদেশের মাটিতে তাদের এই অশুভ খেলা খেলতে দেওয়া হবে না।

বিএপির সমালোচনা করে কাদের বলেন, বিএনপির আন্দোলন এখন আর জমে না। বাজারে ভাটা পড়েছে। তাদের আন্দোলন গোলাপবাগের গরুর হাটে হোঁচট খেয়েছে।