মূল পাতা আন্তর্জাতিক উপমহাদেশ নরেন্দ্র মোদিকে হটাতে একাট্টা ইন্ডিয়া জোট
আন্তর্জাতিক ডেস্ক 28 August, 2023 09:49 AM
লোকসভা নির্বাচন সামনে রেখে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে ক্ষমতার চেয়ার থেকে হটাতে একাট্টা হয়েছে ভারতের ২৬টি বিরোধী রাজনৈতিক দল নিয়ে গঠিত ‘ইন্ডিয়া জোট’। আগামী ৩১ আগস্ট ফের বৈঠকে বসছে দেশটির বিরোধী রাজনৈতিক দলগুলোর ‘ইন্ডিয়া জোট’। সেই বৈঠক থেকে বড় কোনো সিদ্ধান্ত আসবে কিনা, সেদিকেই তাকিয়ে রয়েছে দেশটির রাজনৈতিক মহল। তবে ক্ষমতাসীন বিজেপির মহাজোটও (এনডিএ) আত্মবিশ্বাসী। বিভিন্ন জরিপের ইতিবাচক ফল গেরুয়া শিবির কিছুটা স্বস্তিতে রয়েছে।
কয়েকটি জরিপের ফল বিশ্লেষণ করে দেশটির সংবাদমাধ্যমগুলো বলছে, নির্বাচনী বছরের শুরুতে দেশের প্রধানমন্ত্রী হিসেবে ৭২ শতাংশ মানুষ মোদির প্রতি খুশি ছিলেন। চলতি আগস্ট মাসের আগে দেশটির প্রধানমন্ত্রীর জনপ্রিয়তায় ভাটা পড়েছে। ৯ শতাংশ কমে বর্তমানে ৬৩ শতাংশে পৌঁছেছে মোদির জনপ্রিয়তা।
ইন্ডিয়া টুডে ও জরিপ সংস্থা সি-ভোটারের এক জরিপে মোদির জনপ্রিয়তা আরও কমেছে বলে উঠে এসেছে। তবে দেশটির ৫২ শতাংশ মানুষ মোদিকে আবারও প্রধানমন্ত্রী হিসেবে দেখতে চায়। জরিপের ফলে রেডলাইনে দাঁড়িয়ে ‘মহাজোট’ কিছুটা স্বস্তি অনুভব করলেও ঘাড়ে নিঃশ্বাস ফেলছে ইন্ডিয়া জোট।
দ্য মুড অব নেশন পোলের তথ্য বলছে, মোদির জনপ্রিয়তা এখনও অটুট, তবে তা স্থায়ী নয়। অপর এক জরিপের ফলে দেখা গেছে, দেশটির ৪৪ শতাংশ মানুষ জাতীয় নির্বাচনে বিজেপিকে ভোট দেবে কেবল মোদির কারণে। এর দুটি কারণ, দেশজুড়ে উন্নয়ন ও হিন্দুত্ববাদ। অন্যদিকে, দেশটির প্রধানমন্ত্রীর চেয়ারে রাহুল গান্ধীকে দেখতে চায় ১৬ শতাংশ মানুষ। তবে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মোদিবিরোধীদের মাঝে শক্ত অবস্থানে রয়েছেন। এদিকে উত্তরপ্রদেশ কংগ্রেস কমিটি বারাণসী থেকে প্রিয়াঙ্কা গান্ধীকে প্রার্থী করতে আগ্রহী। এ বিষয়ে শিগগিরই শীর্ষ নেতৃত্বের কাছে একটি প্রস্তাব পাঠানো হবে বলে গতকাল রোববার দলের নবনিযুক্ত রাজ্য সভাপতি অজয় রাই জানিয়েছেন। খবর ইন্ডিয়া টুডের।