| |
               

মূল পাতা সারাদেশ মহানগর সরকার ডেঙ্গু মোকাবিলায় সম্পূর্ণ ব্যর্থ হয়েছে : ডা. শাহাদাত


সরকার ডেঙ্গু মোকাবিলায় সম্পূর্ণ ব্যর্থ হয়েছে : ডা. শাহাদাত


রহমত নিউজ     20 August, 2023     09:26 AM    


বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপির চট্টগ্রাম মহানগর সভাপতি ডা. শাহাদাত হোসেন বলেছেন, সারাদেশে ডেঙ্গু এখন মহামারি আকার ধারণ করেছে। সরকার ডেঙ্গু মোকাবিলায় সম্পূর্ণ ব্যর্থ হয়েছে। ডেঙ্গু কোনো ব্যাকটেরিয়াজনিত রোগ নয়, এটা হচ্ছে ভাইরাসজনিত রোগ। মশা মারার জন্য চট্টগ্রাম সিটি কর্পোরেশন (চসিক) যে কেমিক্যাল আমদানি করেছে তা দিয়ে ব্যাকটেরিয়া ধ্বংস হবে, কিন্তু ভাইরাস ধ্বংস হবে না। আমি বলতে চাই, পানির মধ্যে শুধু ক্লোরিং ট্যাবলেট ফেলে দিন। এতে ওই পানিও বিশুদ্ধ হয়ে ডেঙ্গুর এডিস ভাইরাসও ধ্বংস হয়ে যাবে। ক্লোরিন ট্যাবলেট দিয়েই আমরা ডেঙ্গুকে ধ্বংস করতে পারি। লাখ লাখ টাকা দুর্নীতির মাধ্যমে খেয়ে ফেলার জন্য বিদেশ থেকে ওষুধ আনার দরকার নেই।

শনিবার (১৯ আগস্ট) বিকেলে কাজীর দেউরী নুর আহম্মেদ সড়কে চট্টগ্রাম মহানগর ও উত্তর জেলা বিএনপির কেন্দ্র ঘোষিত পদযাত্রা কর্মসূচি পূর্ব সমাবেশে সভাপতির বক্তব্যে তিনি এসব কথা বলেন। প্রধান অতিথি ছিলেন, বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা গোলাম আকবর খোন্দকার। চট্টগ্রাম মহানগর বিএনপির যুগ্ম-আহ্বায়ক ইয়াছিন চৌধুরী লিটনের পরিচালনায় সমাবেশে বক্তব্য রাখেন, বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা এস এম ফজলুল হক, চট্টগ্রাম মহানগর সদস্য সচিব আবুল হাশেম বক্কর, সহ-সাংগঠনিক সম্পাদক  হারুন অর রশিদ ভিপি, নির্বাহী সদস্য ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দিন, সাথী উদয় কুসুম বড়ুয়া। সমাবেশ শেষে কাজির দেউড়ি নুর আহমদ সড়ক থেকে পদযাত্রা শুরু হয়ে লাভ লেন, জুবলি রোড, আমতলা, নিউমার্কেট মোড হয়ে পুরাতন রেল স্টেশন চত্বরে গিয়ে শেষ হয়।


এই এলাকার অন্যান্য সংবাদ দেখতে ক্লিক করুন: চট্টগ্রাম