মূল পাতা আন্তর্জাতিক সরকারবিরোধী আন্দোলনে উত্তাল ইসরাইল
আন্তর্জাতিক ডেস্ক 20 August, 2023 05:14 PM
নেতানিয়াহু সরকারবিরোধী আন্দোলনে উত্তাল ইসরাইল। শনিবার (১৯ আগস্ট) সন্ধ্যায় দেশটির রাজধানী তেল আবিবে ৩৩তম সপ্তাহের মতো জড়ো হন হাজার-হাজার মানুষ। খবর রয়টার্সের।
তারা বিচার বিভাগীয় সংস্কার পুরোপুরি বাতিলের দাবি তোলেন। স্লোগানে উঠে আসে, গণতন্ত্র ধ্বংসের অভিযোগ। এবারের প্রতিবাদে অবশ্য গুরুত্ব পায় লিঙ্গ বৈষম্য এবং নারীর প্রতি সহিংসতা ইস্যু।
তাদের অভিযোগ, সমাজ সংস্কারের নামে উগ্রপন্থি চিন্তাধারা চাপিয়ে দেয়া হচ্ছে। ইরানের মতোই কট্টর রাষ্ট্রে পরিণত করা হবে ইসরাইলকে, এমন অভিযোগ তোলেন বিক্ষোভকারীরা। বিচার বিভাগের সংস্কার ইস্যুতে গত মার্চ থেকেই দেশটিতে অস্থিরতা ছড়িয়েছে। আইনটি পাস হলে সুপ্রিম কোর্টের ক্ষমতা হ্রাস পাবে। পার্লামেন্টের সক্ষমতা বাড়বে।