| |
               

মূল পাতা রাজনীতি অন্যান্য ‘এবার ১৪ ও ১৮-এর মতো পাতানো নির্বাচনের খেলা সম্ভব হবে না’


‘এবার ১৪ ও ১৮-এর মতো পাতানো নির্বাচনের খেলা সম্ভব হবে না’


রহমত নিউজ ডেস্ক     19 August, 2023     10:41 AM    


জনগণের বিরামহীন আন্দোলন এবং গণতান্ত্রিক বিশ্বের বহমুখী চাপে সরকার দিশেহারা হয়ে পড়েছে। মুখে মুখে যতই দাপট দেখানোর চেষ্টা করুক সরকারের ভেতরের অবস্থা ভালো নয়। সরকার বুঝে গেছে ২০১৪ ও ২০১৮ সালের মতো পাতানো নির্বাচনের খেলা এবার সম্ভব হবে না। বিএনপিসহ বড় বড় দলগুলোকে বাদ দিয়ে ছোট ছোট কিছু তাঁবেদার দলকে সঙ্গে নিয়ে সংবিধানের দোহাই দিয়ে এই সরকারের অধীনে সুষ্ঠু, নিরপেক্ষ ও শান্তিপূর্ণ নির্বাচনের নাটক করার স্বপ্ন ইতোমধ্যে দুঃস্বপ্নে পরিণত হয়েছে।

শুক্রবার (১৮ আগস্ট) বিকেলে বিজয়নগর পানির ট্যাংকের সামনে ১২ দলীয় জোটের উদ্যোগে যুগপৎ গণমিছিলের আগে সংক্ষিপ্ত  সমাবেশে নেতারা এসব কথা বলেন।  ১২ দলীয় জোট প্রধান জাতীয় পার্টির চেয়ারম্যান মোস্তফা জামাল হায়দারের সভাপতিত্বে বক্তব্য রাখেন, বাংলাদেশ কল্যাণ পার্টির চেয়ারম্যান সৈয়দ মুহাম্মদ ইবরাহিম, বাংলাদেশ জাতীয় দলের চেয়ারম্যান অ্যাডভোকেট সৈয়দ এহসানুল হুদা, বাংলাদেশ এলডিপির মহাসচিব শাহাদাত হোসেন সেলিম, জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ-একাংশের মহাসচিব মুফতি গোলাম মহিউদ্দিন ইকরাম, বাংলাদেশ মুসলিম লীগের (বিএমএল) চেয়ারম্যান অ্যাডভোকেট শেখ জুলফিকার বুলবুল চৌধুরী প্রমুখ।