| |
               

মূল পাতা আন্তর্জাতিক ট্রাম্পের কারাদণ্ড হতে পারে ৭০০ বছর


ট্রাম্পের কারাদণ্ড হতে পারে ৭০০ বছর


আন্তর্জাতিক ডেস্ক     18 August, 2023     11:42 AM    


পাঁচ মাসেরও কম সময়ের মধ্যে চতুর্থবারের মতো অভিযুক্ত হয়েছেন যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এখন পর্যন্ত তাঁর বিরুদ্ধে ৯১টি ফৌজদারি মামলা হয়েছে। এসব মামলায় তাঁর সবমিলিয়ে ৭০০ বছরের সাজা হতে পারে বলে মনে করছেন আইনজীবীরা।

ব্রিটিশ সংবাদমাধ্যম ইনডিপেনডেন্ট জানিয়েছে, সর্বশেষ গত সোমবার অভিযুক্ত হয়েছেন ডোনাল্ড ট্রাম্প। ওই দিন ২০২০ সালে প্রেসিডেন্ট নির্বাচনের ফল পাল্টে দেওয়ার অভিযোগে জর্জিয়ার ফুলটন কাউন্টির আদালত ট্রাম্পসহ ১৮জনকে অভিযুক্ত করেন।

২০২০ সালের নভেম্বরে জর্জিয়া অঙ্গরাজে নির্বাচন অনুষ্ঠিত হয়। সেই নির্বাচনে প্রেসিডেন্ট জো বাইডেনের কাছে মাত্র ১১ হাজার ৭৭৯ ভোটে হেরে যান ডোনাল্ড ট্রাম্প। পরে ২০২১ সালের ২ জানুয়ারি ডোনাল্ড ট্রাম্প জর্জিয়ার সেক্রেটারি অব স্টেট ব্র্যাড রাফেনস্পার্জারকে ফোন করে নির্বাচনের ফলাফল পাল্টে দেওয়ার অনুরোধ করেন। ট্রাম্প রাফেনস্পার্জারকে বলেন, তাঁর জয়ের জন্য আরও ভোটের ‘ব্যবস্থা’ করতে। অবশ্য রাফেনস্পার্জার ট্রাম্পের অনুরোধ প্রত্যাখ্যান করেছিলেন।

এদিকে বিবিসি এক প্রতিবেদনে বলেছে, ওই মামলায় আগামী ২৫ তারিখ ফৌজদারি আদালতে হাজিরা দিতে যাবেন ট্রাম্প। এর আগে কয়েক ঘণ্টা আটলান্টার কুখ্যাত ফুলটন কাউন্টি কারাগারে থাকতে হবে তাঁকে। এটি অত্যন্ত ঝুঁকিপূর্ণ এক কারাগার। ধারণক্ষমতার তুলনায় বেশি বন্দী থাকায় কারাগারটিকে ‘কুখ্যাত’ আখ্যা দেওয়া হয়েছে।

এর আগে গত জুনে ফ্লোরিডায় শ্রেণীবদ্ধ নথির ভুল ব্যবস্থাপনার জন্য অভিযুক্ত করা হয় ট্রাম্পকে। গত মার্চে ট্রাম্পের বিরুদ্ধে প্রথম অভিযোগ করেন সাবেক পর্নস্টার স্টর্মি ড্যানিয়েলস। তিনি ট্রাম্পের বিরুদ্ধে ঘুষ দিয়ে মুখ বন্ধ রাখার অভিযোগ করেন।

যুক্তরাষ্ট্রের আইনজীবীদের উদ্ধৃতি দিয়ে ইনডিপেনডেন্ট বলছে, এখন পর্যন্ত ট্রাম্পের বিরুদ্ধে যত মামলা হয়েছে, সব মামলায় তাঁর ৭০০ বছর পর্যন্ত কারাদণ্ড হতে পারে। তবে কোনো আইনজীবীর নাম প্রকাশ করেনি ইনডিপেনডেন্ট।