| |
               

মূল পাতা রাজনীতি আওয়ামী লীগ 'স্বাধীন বাংলাদেশকে বিএনপি-জামায়াত পাকিস্তান বানানো পায়তারা করছে'


'স্বাধীন বাংলাদেশকে বিএনপি-জামায়াত পাকিস্তান বানানো পায়তারা করছে'


ওসমান হারুনী, জামালপুর প্রতিনিধি     18 August, 2023     04:47 PM    


ধর্মপ্রতি আলহাজ্ব ফরিদুল হক খান দুলাল এমপি বলেছেন, স্বাধীন বাংলাদেশকে বিএনপি-জামায়াত পাকিস্তান বানানো পায়তারা করছে। আপনারা জানেন, তারা চট্টগ্রামে ১০ট্টাক অস্ত্র এনেছিল। সেই অস্ত্র কোথায় গেছে।  তারা সারাদেশে অগ্নি সন্ত্রাস, বোমা হামলা করে দেশের শান্তি শৃঙ্খলা নষ্ট করার চেষ্টা করেছে।  সেই লক্ষে তারা ২১আগস্টে বোমা হামলা সহ ১৭আগষ্ট সারাদেশে ৬১উপজেলায় একযোগে সিরিজ বোমা হামলা করেছিল। মানুষ হত্যা,নারী নির্যাতন থেকে আরম্ভ করে এমন কোন অপকর্ম নেই যে তারা করেনি।

তিনি আরো বলেন, কোরআনের বাইরে কোন কাজ আওয়ামী লীগ সরকার  করবে না। যারা অপপ্রচার চালায় তাদের চিহ্নিত করে আটক করতে হবে। দেশে আজ উন্নয়নের জোয়ার বইছে। যোগাযোগ ব্যবস্হা, শিক্ষা অবকাঠামো, স্বাস্থ্য  ,বিদ্যুৎ ব্যবস্হা বিভিন্ন খাতে দেশের অভূতপূর্ব উন্নয়ন সাধিত হয়েছে। শুধু জামালপুরের উন্নয়ন না; সারাদেশে উন্নয়ন, দেশের শান্তি সমৃদ্ধি বজায় রাখতে সবাইকে আগামী নির্বাচনের ঐক্যবদ্ধ হতে হবে।

শুক্রবার (১৮ আগস্ট) সকালে মাদ্রাসা মাঠ প্রাঙ্গণে জামালপুরের ইসলামপুর উপজেলায় শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের বাস্তবায়নে পোড়ারচর শাহ মোজাম্মেলিয়া আহ্ম্মেদিয়া দাখিল মাদ্রাসার নব নির্মিত ৪তলা একাডেমিক ভবনের শুভ উদ্বোধন অনুষ্ঠানেপ্রধান অতিথি বক্তব্যে মাননীয় ধর্ম প্রতিমন্ত্রী আলহাজ্ব ফরিদুল হক খান দুলাল এমপি এসব কথা বলেন।

ধর্ম প্রতিমন্ত্রী আরও বলেন, আওয়ামী সরকারে উন্নয়ন কর্মকান্ড ও দেশের উন্নয়নকে বাঁধা গ্রস্ত করতে বিএনপি জামায়াত আবার অগ্নি সন্ত্রাস শুরু করেছে। সামনে জাতীয় সংসদ নির্বাচন, ভোট দেওয়া একটি ইমানি দায়িত্ব; তাই আওয়ামী লীগ সরকারের উন্নয়নধারাকে অব্যাহত রাখতে জননেত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী করতে আবারও সবাইকে নৌকার ভোট দেওয়ার আহ্বান জানান।

মাদ্রাসার সভাপতি ইমাম হোসেন আহম্মেদের সভাপতিত্বে উদ্বোধনী সভায় জামালপুর জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান মজিবুর রহমান শাজাহান, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক গাইবান্ধা ইউপি চেয়ারম্যান মাকছুদুর রহমান আনছারী,উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক সহ অনেকে বক্তব্য রাখেন।