| |
               

মূল পাতা রাজনীতি হাফেজ রেজাউল হত্যার বিচারের দাবিতে শাহবাগে সমাবেশের ঘোষণা (ভিডিও)


হাফেজ রেজাউল হত্যার বিচারের দাবিতে শাহবাগে সমাবেশের ঘোষণা (ভিডিও)


রহমত নিউজ     16 August, 2023     09:38 PM    


মাদরাসাছাত্র হাফেজ রেজাউল হত্যার দ্রুত বিচার ও কারাবন্দী আলেমসহ সকল রাজবন্দিদের মুক্তির দাবিতে আগামী ২৪ আগস্ট বৃহস্পতিবার বিকেল তিনটায় শাহবাগে চত্ত্বরে বিক্ষোভ সমাবেশ এবং আগামী ১৮ আগস্ট শুক্রবার বাদ জুমা জাতীয় মসজিদ বায়তুল মোকাররম উত্তর গেইট থেকে বিক্ষোভ মিছিল করবে সর্বদলীয় ছাত্র ঐক্য।

আজ (১৬ আগস্ট) বুধবার রাজধানীর জাতীয় প্রেসক্লাবের জহুর হোসেন চৌধুরী মিলনায়তনে সংবাদ সম্মেলনে এই ঘোষণা দেয় সর্বদলীয় ছাত্র ঐক্যের মুখপাত্র ও ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ-এর কেন্দ্রীয় সভাপতি শরিফুল ইসলাম রিয়াদ।

শরিফুল ইসলাম রিয়াদ বলেন, কোনো রাজনৈতিক দলের কর্মী না হয়েও নিরপরাধ নিরীহ মাদরাসা শিক্ষার্থী হাফেজ রেজাউলকে আওয়ামী সন্ত্রাসীরা রাজপথে নির্মমভাবে খুন করেছে। এই খুনের সঙ্গে কারা জড়িত তা এখন জাতির কাছে স্পষ্ট। কিন্তু হত্যাকাণ্ডের পর থেকে এ বিষয়ে প্রশাসনের পক্ষ থেকে দেশের ছাত্রসমাজ প্রত্যাশীত কোন পদক্ষেপ দেখেনি। যা ছাত্রসমাজের মাঝে উদ্বেগ ও উৎকন্ঠার জন্ম দিয়েছে। দেশের প্রতিটি নাগরিক রাষ্ট্রের কাছে ন্যায়বিচারের অধিকার রাখে। এ হত্যাকাণ্ডকে রাজনৈতিক বিবেচনায় না দেখে সঠিক তদন্তের মাধ্যমে খুনিদের চিহ্নিত করে অবিলম্বে তাদের গ্রেফতার করতে হবে এবং হাফেজ রেজাউলের পরিবারকে উপযুক্ত ক্ষতিপূরণ দিতে হবে। অন্যথায় দেশব্যাপী ছাত্রসমাজ গণ আন্দোলন গড়ে তুলবে।

তিনি বলেন, হাফেজ রেজাউলের এমন নির্মম হত্যাকাণ্ডের পরও প্রশাসন কেন তৎপর হবে না? কেন আন্দোলন সংগ্রামের মাধ্যমে শিক্ষার্থী হত্যার বিচার চাইতে হবে? স্বাধীনতার ৫০ বছর পেরিয়ে গেলেও নূন্যতম এসব মানবাধিকার সংশ্লিষ্ট বিষয়গুলোর জন্য রাজপথে নামতে বাধ্য হওয়াটা- আমাদের জাতীয় দেউলিয়াত্বের প্রমাণ করে। রাজধানীর গুরুত্বপূর্ণ একটি এলাকায় প্রকাশ্য দিবালোকে এমন হত্যাকাণ্ড মানুষকে আইনের প্রতি আস্থাহীন করে তুলবে।

তিনি আরো বলেন, হাফেজ রেজাউল করিম হত্যাকাণ্ডের নিন্দা জানিয়ে বক্তব্য রাখায় ছাত্র অধিকার পরিষদের কেন্দ্রীয় সভাপতি বিন ইয়ামিন মোল্লাকে গ্রেফতার ও তার বাবাকে হয়রানি প্রশাসনের একচোখা আচরণের বহিঃপ্রকাশ। তাই অনতিবিলম্বে তাকে মুক্তি দিতে হবে এবং পাশাপাশি কারাবন্দী সকল সম্মানিত ওলামায়ে কেরামসহ সকল রাজবন্দিদেরও মুক্তি নিশ্চিত করতে হবে।

এ সময় সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন, ছাত্র জমিয়ত বাংলাদেশ এর কেন্দ্রীয় সভাপতি নিজাম উদ্দীন আল আদনান,বাংলাদেশ ইসলামী ছাত্রসমাজ‌ এর কেন্দ্রীয় সভাপতি এহতেশামুল হক সাখী,বাংলাদেশ ইসলামী ছাত্র মজলিস এর কেন্দ্রীয় সভাপতি মুহাম্মাদ খালেদ সাইফুল্লাহ,বাংলাদেশ খেলাফত ছাত্র মজলিস‌ এর কেন্দ্রীয় সভাপতি মোল্লা মুহাম্মাদ খালিদ সাইফুল্লাহ, ক‌ওমী ছাত্র ফোরাম এর আহ্বায়ক তানযিল আমীরসহ বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ।

ভিডিওতে দেখুন...