| |
               

মূল পাতা রাজনীতি ইসলামী দল দ্রব্যমূল্যের বাজার নিয়ন্ত্রণে সরকার ব্যর্থ : মাওলানা ইউনুছ আহমাদ


দ্রব্যমূল্যের বাজার নিয়ন্ত্রণে সরকার ব্যর্থ : মাওলানা ইউনুছ আহমাদ


রহমত নিউজ     11 August, 2023     06:27 PM    


ইসলামী আন্দোলন বাংলাদেশের মহাসচিব প্রিন্সিপাল মাওলানা ইউনুছ আহমাদ বলেছেন, দ্রব্যমূল্যের বাজার নিয়ন্ত্রণে ব্যর্থ সরকার। সরকারি তদারকি না থাকায় পোলট্রি শিল্পে করপোরেটদের আধিপত্য বিস্তারের কারণে খেসারত দিচ্ছে জনগণ। যা সাধারণ মানুষকে বিষিয়ে তুলছে।

শুক্রবার (১১ আগস্ট) গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে তিনি এসব কথা বলেন।

ইউনুছ আহমাদ বলেন, ডিম মুরগির দাম বেড়ে বাজারে অস্থির হয়ে উঠছে। ডিমের ডজন এখন ১৭৫ টাকা যা কোনভাবেই হতে পারে না। সরকার দলীয় সিন্ডিকেট কবলে পুরো বাজার। পোলট্রিসহ সবধরনের ব্যবসার সিন্ডিকেট ভাঙতে পারা যাচ্ছেছ না। কারণ সরকার দলীয় মন্ত্রী এমপিরা এর সাথে জড়িত। এই সিন্ডিকেট বাজার দর যেভাবে নির্ধারণ করবে সেভাবেই জনগণকে মানতে হবে। এভাবে বাজার সিন্ডিকেট করে দেশের জনগণকে শোষণ করা হচ্ছে। বাণিজ্যমন্ত্রীও তাদের কাছে অসহায়। না হলে তিনি এমন কথা বলছেন কেন যে, সিন্ডিকেট ভাঙ্গা যাচ্ছে না। এমন বাণিজ্যমন্ত্রীর কী দরকার দেশে। যিনি সিন্ডিকেটের কাছে অসহায়বোধ করেন। লাজ-লজ্জা থাকলে ব্যর্থতার দায় নিয়ে পদত্যাগ করা উচিত। পোলট্রি শিল্পকে বাচাতে ফিডের দামসহ আনুসাঙ্গিক সব কিছুর দাম কমান। সেইসাথে সকল সিন্ডিকেট ভেঙ্গে দিন। অন্যথায় সাধারণ জনগণের কাছে সরকার টিকে থাকতে পারবে না।