রহমত নিউজ 09 August, 2023 10:12 PM
পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান বলেছেন, শেখ হাসিনা দেশে যে আশ্চর্যজনক উন্নয়নমূলক কাজ করেছেন তা দুনিয়াজুড়ে প্রশংসিত হয়েছে।
বুধবার (৯ আগস্ট) দুপুরে ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার লাউর ফতেহপুরে ব্যারিস্টার জাকির আহমেদ কলেজের শিক্ষাবৃত্তি প্রদান এবং শেখ হাসিনা একাডেমিক ভবন উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন মন্ত্রী।
অনুষ্ঠানে বিরোধী রাজনীতিকদের উদ্দেশে মন্ত্রী বলেন, বিভিন্ন দলের মতভেদ থাকতে পারে। শেখ হাসিনার নেতৃত্বে গত ১৫ বছর যে উন্নয়ন হয়েছে, তা স্বীকার করা উচিত। এত সংকীর্ণ মন থাকা ভালো নয়। তার ভুল-ত্রুটি থাকতে পারে। সেগুলো ধরিয়ে দিয়ে তাকে সহযোগিতা করা উচিত।
তিনি বলেন, একমাত্র শিক্ষাই পারে আমাদের আলোকিত পথে নিয়ে যেতে। প্রত্যেক জেলায় পর্যায়ক্রমে একটি করে পাবলিক বিশ্ববিদ্যালয় করার পরিকল্পনা রয়েছে। ব্রাহ্মণবাড়িয়ায় একটি পাবলিক বিশ্ববিদ্যালয়ের জন্য প্রধানমন্ত্রীর কাছে অনুরোধ করবেন বলেও জানান তিনি।
কলেজের প্রতিষ্ঠাতা সভাপতি ব্যারিস্টার জাকির আহমেদের সভাপতিত্বে ও অধ্যাক্ষ ইকবাল হোসেন এর সঞ্চালণায় অনুষ্ঠানে অন্যদের মধ্যে বক্তব্য দেন– ব্রাহ্মণবাড়িয়া-৫ (নবীনগর) আসনের সংসদ সদস্য মোহাম্মদ এবাদুল করিম বুলবুল, জেলা প্রশাসক মো. শাহাগীর আলম, পুলিশ সুপার শাখাওয়াত হোসেন, ভাইস চেয়ারম্যান জাকির হোসেন সাদেক, উপজেলা নির্বাহী অফিসার একরামুল ছিদ্দিক, সহকারি কমিশনার (ভূমি) মাহমুদা জাহান, ইউপি চেয়ারম্যান জাহাঙ্গীর আলমসহ উপজেলা ও ইউনিয়ন আওয়ামী লীগের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ। অনুষ্ঠানে শিক্ষার্থী, অভিভাবকসহ অনেকে উপস্থিত ছিলেন।