রহমত নিউজ ডেস্ক 05 August, 2023 04:56 PM
দেশ আজ গভীর সংকটে নিপতিত, মানুষ তার ভোটাধিকার থেকে বঞ্চিত। আগামী জাতীয় নির্বাচন নিয়ে পরিস্থিতি দিন দিন জটিল রূপ নিচ্ছে, এই অবস্থায় নির্বাচনকালীন নির্দলীয় নিরপেক্ষ সরকার ছাড়া ক্ষমতাসীন সরকার একতরফা নির্বাচনের আয়োজন করার চেষ্টা করলে জনগণ তা মেনে নিবে না। পরিস্থিতির অবনতি না ঘটিয়ে সরকারকে বিদ্যমান সংকট নিরসনে দ্রুত নির্দলীয় নিরপেক্ষ সরকারের জন দাবী মেনে নিয়ে ভোটের উপযুক্ত পরিবেশ সৃষ্টি করতে হবে।
শুক্রবার (৫ আগস্ট) সকাল ১১টায় রাজধানীর পল্টনস্থ দলীয় কার্যালয়ে জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের মজলিসে আমেলায় নেতৃবৃন্দ এ সব কথা বলেন।
জমিয়তের সহ-সভাপতি মাওলানা উবায়দুল্লাহ ফারুক সাহেবের সভাপতিত্বে ও মহাসচিব মাওলানা মঞ্জুরুল ইসলাম আফেন্দীর সঞ্চালনায় সভায় উপস্থিত ছিলেন সহ-সভাপতি মাওলানা আব্দুর রব ইউসুফী, মাওলানা আব্দুল কুদ্দুস তালুকদার, মাওলানা জুনায়েদ আল-হাবীব, মাওলানা খালেদ সাইফুল্লাহ সাদী, মাওলানা আব্দুল বাসীর, এডভোকেট মাওলানা শাহিনুর পাশা চৌধুরী, মাওলানা আব্দুল কুদ্দুস কাসেমী, যুগ্মমহাসচিব মাওলানা বাহাউদ্দীন যাকারিয়া, মাওলানা তাফাজ্জল হক আজীজ, মাওলানা মুহাম্মাদুল্লাহ জামী, মাওলানা শোয়াইব আহমদ, মাওলানা মুতিউর রহমান গাজিপুরী, মাওলানা খলীলুর রহমান, সহকারী মহাসচিব মাওলানা আব্দুর রহমান সিদ্দিকী, মাওলানা জিয়াউল হক কাসেমী, মাওলানা বশীর আহমদ, সাংগঠনিক সম্পাদক মাওলানা নাজমুল হাসান কাসেমী, মাওলানা শাহজালাল, মুফতী নাসীরুদ্দীন খান, মাওলানা আফজাল হোসাইন রহমানী, মাওলানা নাসীরুদ্দীন মুনীর, অর্থ সম্পাদক মুফতী জাকির হোসাইন কাসেমী, সহ-অর্থ সম্পাদক মাওলানা আবুল বাশার, প্রচার সম্পাদক মাওলানা জয়নুল আবেদীন, সহ প্রচার সম্পাদক মাওলানা নূর মোহাম্মদ কাসেমী, মাওলানা আখতারুজ্জামান, সহ-প্রশিক্ষণ সম্পাদক মাওলানা শামসুল ইসলাম জিলানী, সাহিত্য সম্পাদক মাওলানা আব্দুল মালিক কাসেমী, দাওয়াহ বিষয়ক সম্পাদক মুফতী মুহিউদ্দীন মাসূম, শিক্ষা ও সংস্কৃতি বিষয়ক সম্পাদক মুফতী জাবের কাসেমী ও অফিস সম্পাদক মাওলানা আব্দুল গাফফার ছয়ঘরীসহ কার্যনির্বাহী পরিষদের সদস্যবৃন্দ।