| |
               

মূল পাতা রাজনীতি ইসলামী দল পল্টনে খেলাফত মজলিসের সমাবেশ চলছে


পল্টনে খেলাফত মজলিসের সমাবেশ চলছে


জামিল আহমদ     29 July, 2023     11:33 AM    


নির্দলীয় নিরপেক্ষ নির্বাচনকালীন সরকারের অধীনে জাতীয় নির্বাচনসহ চলমান আর্থ-সামজিক ও রাজনৈতিক সংকট উত্তরণে ৮ দফা দাবী আদায়ের লক্ষ্যে খেলাফত মজলিশের ঢাকা বিভাগীয় সমাবেশ শুরু হয়েছে।

পল্টন কালভার্ট রোডে (পল্টন টাওয়ারের সামনে) সকাল ১০টা থেকে আনুষ্ঠানিকভাবে শুরু হয় সমাবেশ। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত আছেন দলের ভারপ্রাপ্ত আমির মাওলানা আবদুল বাসিত আজাদ। 

সংগঠনের যুগ্ম মহাসচিব ও সমাবেশ বাস্তবায়ন কমিটির আহ্বায়ক এডভোকেট জাহাঙ্গীর হোসাইনের সভাপতিত্বে প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখবেন দলটির মহাসচিব ড. আহমদ আবদুল কাদের।

বিশেষ অতিথি হিসেবে আছেন  নায়েবে আমীর মাওলানা সাখাওয়াত হোসাইন, হাফেজ মাওলানা মজদুদ্দিন আহমদ, মাওলানা আহমদ আলী কাসেমী, অধ্যাপক সিরাজুল হক, যুগ্ম মহাসচিব মুহাম্মদ মুনতাসির আলী, এবিএম সিরাজুল মামুন, ড. মোস্তাফিজুর রহমান ফয়সল, অধ্যাপক আবদুল জলিল। বক্তব্য রাখবেন কেন্দ্রীয় ও জেলা- মহানগরী নেতৃবৃন্দ।

বর্তমান আর্থ-সামাজিক-শিক্ষা ও রাজনৈতিক সংকট নিরসনে খেলাফত মজলিসের ৮ দফা দাবি হলো—

১. দল নিরপেক্ষ নির্বাচনকালীন সরকারের অধীনে জাতীয় নির্বাচনের ব্যবস্থা করা 
২. নির্বাচনে সবার জন্যে সমান সুযোগ ও নিরাপত্তা নিশ্চিত করা 
৩. দ্বাদশ সংসদ নির্বাচনে ইভিএম ব্যবহার বন্ধ রাখা 
৪. গ্রেফতারকৃত আলেম উলামা ও রাজনৈতিক নেতা-কর্মীদের মুক্তি ও মামলা প্রত্যাহার করা
৫. রাজনৈতিক সভা-সমাবেশের অবাধ সুযোগ নিশ্চিত করা 
৬. পণ্যমূল্য কমিয়ে জনদুর্ভোগ লাঘব ও দুর্নীতি নির্মূল করা 
৭. বেকার সমস্যা সমাধান ও যোগ্যতার ভিত্তিতে সরকারি চাকুরীতে নিয়োগ দান
৮. ধর্মীয় শিক্ষা সংকোচন নীতি বন্ধ ও বিতর্কিত পাঠ্যক্রম বাতিল করা