রহমত নিউজ ডেস্ক 27 July, 2023 05:56 AM
শেখ হাসিনা সরকারের অবিলম্বে পদত্যাগ,জাতীয় সংসদ বিলুপ্ত করে জনগণের প্রত্যক্ষ অংশগ্রহণে জনপ্রতিনিধি নির্বাচন করার বিরোধী দলের দাবী মেনে নওয়ার আহবান জানিয়ে জাতীয় মুক্তি কাউন্সিলের সভাপতি বদরুদ্দীন উমর ও সম্পাদক ফয়জুল হাকিম বলেছেন,দেশব্যাপী জনগণের রাজনৈতিক অভ্যুত্থান এখন ফ্যাসিবাদী সরকারের মুখোমুখি। দাবী না মানলে জনগণ রাজনৈতিক অভ্যুত্থানের মাধ্যমে দাবী আদায় করে নেবে।
বুধবার (২৬ জুলাই) রাতে গণমাধ্যমে পাঠানো জাতীয় মুক্তি কাউন্সিলের এক বিবৃতিতে তারা এ আহবান জানান।
বিবৃতিতে তারা বলেন,দেশ এখন এক রাজনৈতিক দুর্যোগপূর্ণ পথ অতিক্রম করছে। ভোট চুরির মাধ্যমে ২০১৪ সালে বিনা প্রতিদ্বন্দ্বিতায় এবং ২০১৮ সালে দিনের ভোট রাতে করে শেখ হাসিনার নেতৃত্বাধীন আওয়ামী লীগ সরকার গত ১০ বছর একটানা জনগণের ওপর ফ্যাসিবাদী শাসন জারী রেখেছে।এখন নীল নক্সার দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন আয়োজন করে পুনরায় গদী দখলে রাখতে উঠে পড়ে লেগেছে। দেশে ফ্যাসিবাদী শাসন দীর্ঘায়িত করার হাসিনা সরকারের ষড়যন্ত্রের বিরুদ্ধে সারা দেশে প্রতিবাদ আন্দোলন এখন প্রতিরোধের লড়াইয়ে পরিণত হয়েছে।