| |
               

মূল পাতা রাজনীতি একনজরে আওয়ামী লীগের আন্তর্জাতিক উপ-কমিটি


একনজরে আওয়ামী লীগের আন্তর্জাতিক উপ-কমিটি


রহমত নিউজ     25 July, 2023     09:11 AM    


ক্ষমতাসীন বাংলাদেশ আওয়ামী লীগের আন্তর্জাতিক বিষয়ক উপ-কমিটি ঘোষণা করা হয়েছে। এতে অ্যাম্বাসেডর মোহাম্মদ জমিরকে চেয়াম্যান এবং আওয়ামী লীগের আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ড. শাম্মী আহমেদকে সদস্য সচিব করা হয়েছে।

সোমবার (২৪ জুলাই) দলীয় সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশনায় সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের এ কমিটির অনুমোদন দেন।

কমিটিতে বিশেষজ্ঞ সদস্য হিসেবে রয়েছেন হলেন– ড. মাকসুদ কামাল, ড. আব্দুল মোয়েন, প্রফেসর দেলোয়ার হোসেন, ড. শামস রহমান, প্রফেসর ড. আব্দুল গনি মোল্লা।

কমিটিতে ৫১ জনকে সদস্য হিসাবে রাখা হয়েছে। তারা হলেন- রাষ্ট্রদূত সৈয়দ শাহেদ রেজা, তানভীর শাকিল জয় এমপি, নুরজাহান বেগম মুক্তা, অপু উকিল, শাহাব আহমেদ, তারিক হাসান শমী, ফায়জুল হক রাজু, খান মইনুল ইসলাম মুস্তাক, তারেক আফজাল, ব্যারিস্টার শাহ আল ফরহাদ, মোহাম্মদ শহীদুল হাসান খোকন, ড. এস এম জাহাঙ্গীর আলম, শিখা বোস, জাফর সাদিক বিপ্লব, নারায়ণ সাহা মনি, খালেদ মাসুদ আহমেদ, সুরুজ আলম, তরুণ কান্তি দাস, ড. শেখ আব্দুল্লাহ আল মামুন, রায়হান সাকিব, সিলভিয়া পারভীন লেনি, ব্যারিস্টার ইমরানুল হাই সজিব, ব্যারিস্টার নাদিয়া চৌধুরী, গোলাম ফরিদ আহমেদ, শাহরিন তিলোত্তমা শ্রাবণ, ডা. মোঃ এনায়েতুল্লাহ তুষার, ফাইরুজ চৌধুরী, মিজানুর রহমান, সৈয়দ মনির, সুমগ্না করিম,সুমন কুন্ডু, কামাল মোহাম্মদ নাসের, আসাদুজ্জামান নাদিম, শেখ মমিন, জসিমউদ্দিন আকন্দ রনি, কানতারা খানম, নেহরিন মোস্তফা, ফাহিমা চৌধুরী মনি, ফারজানা রহমান, আসওয়াত আকসির মুজিব ওয়াসি, জিয়াউল হক শিমুল, ফাহাদ ইউসুফ হোসেন, ডাঃ মোঃ নাজমুল ইসলাম, ইভানা রহমান, এম ইশফাক আহসান, সাকিব আহমেদ, ইমরুল কাইস ইমন, মোহাম্মদ আসিফ আবেদীন, অ্যাডভোকেট মোহাম্মদ মাসুদ মিয়া, মোঃ আজহার উদ্দিন ভূঁইয়া, আনিসুজ্জামান শিশির।