| |
               

মূল পাতা রাজনীতি ইসলামী দল ‘সরকারের অধিকাংশ এমপিরাই বাজার সিন্ডিকেটের সাথে জড়িত’


‘সরকারের অধিকাংশ এমপিরাই বাজার সিন্ডিকেটের সাথে জড়িত’


রহমত নিউজ ডেস্ক     18 July, 2023     08:05 PM    


ইসলামী আন্দোলন বাংলাদেশের মহাসচিব প্রিন্সিপাল হাফেজ মাওলানা ইউনুছ আহমাদ বলেছেন, বাজারে সিন্ডিকেট পাকাপোক্ত করতেই কতিপয় ব্যবসায়ী সমিতির ব্যবসায়ীরা সম্প্রতি এক সভায় শেখ হাসিনাকে পুনরায় ক্ষমতায় দেখতে চায়। এখন রাজনীতি নিয়ন্ত্রণ করছে বুর্জোয়া ব্যবসায়ীরা। স্বাধীনতার ৫৩ বছরে মানুষের মৌলিক চাহিদা পুরণ করতে সরকার চরমভাবে ব্যর্থতার পরিচয় দিয়েছে। দ্রব্যমূলের উর্ধ্বগতি জনগণের জীবন-যাত্রা দুর্বিষহ করে তুলেছে। বর্তমান সংসদে আওয়ামী লীগের মহাজোটের ১৭৪ জন সংসদ সদস্য ব্যবসায়ী। তারা ব্যবসায়ী সিন্ডিকেট করে জিনিসপত্রের দাম বৃদ্ধি করছে। শেখ হাসিনা সরকার কথিত ব্যবসায়ী সিন্ডিকেট পরিচালনায় পৃষ্ঠপোষকতা করার কারণে সম্প্রতি ব্যবসায়ীরা যে কোনভাবে শেখ হাসিনাকে পুনরায় ক্ষমতায়  দেখতে মরিয়া। বাণিজ্যমন্ত্রী সম্প্রতি বলেছেন, সিন্ডিকেট ভাঙ্গা যাচ্ছে না। তাহলে সিন্ডিকেট কিভাবে ভাঙবে। সরকারের অধিকাংশ সংসদ সদস্যরাই বাজার সিন্ডিকেটের সাথে জড়িত। ফলে জনগণকে সিন্ডিকেটের বেড়াজালে আবদ্ধ থেকে পণ্য কিনতে হচ্ছে। এই বুর্জোয়া ব্যবসায়ীদের কারণেই দ্রব্যমূল্যের বাজারে আগুন।

মঙ্গলবার (১৮ জুলাই) মঙ্গলবার বিকেলে পুরানা পল্টনস্থ কার্যালয়ে ইসলামী আন্দোলন বাংলাদেশ-এর চলমান রাজনৈতিক পরিস্থিতি পর্যালোচনা সভায় সভাপতির বক্তব্যে তিনি এসব কথা বলেন।  ইসলামী আন্দোলনের যুগ্ম মহাসচিব মাওলানা গাজী আতাউর রহমান, মুহাম্মদ আমিনুল ইসলাম, ইঞ্জিনিয়ার আশরাফুল আলাম, সহকারি মহাসচিব মাওলানা ইমতিয়াজ আলম, কেএম আতিকুর রহমান, মাওলানা আহমদ আবদুল কাইয়ূম, মাওলানা লোকমান হোসাইন জাফরী, আলহাজ্ব হারুন অর রশিদ, মাওলানা এবিএম জাকারিয়া, বীর মুক্তিযোদ্ধা আবুল কাশেম, অধ্যাপক সৈয়দ বেলায়েত হোসেন প্রমুখ।