| |
               

মূল পাতা রাজনীতি ‘সংলাপ হবার আগে বিহাইন্ড দ্য স্ক্রিন তো কিছু একটা হতে হবে’


‘সংলাপ হবার আগে বিহাইন্ড দ্য স্ক্রিন তো কিছু একটা হতে হবে’


রহমত নিউজ ডেস্ক     15 July, 2023     02:26 PM    


নির্বাচন নিয়ে বাংলাদেশের প্রধান দুই দলের বিরোধ নিরসনে বিদেশীদের পক্ষ থেকে সংলাপের অনুরোধ আসবে - এমন গুঞ্জন থাকলেও ঢাকা সফরের সময় যুক্তরাষ্ট্রের আন্ডার সেক্রেটারি উজরা জিয়া জানিয়েছেন, তারা সবসময়ই সংলাপের পক্ষে। তবে বাংলাদেশে এমন কোন উদোগের সঙ্গে যুক্তরাষ্ট্র যুক্ত নয়।

আগামী সাধারণ নির্বাচনের জন্য ছয়মাসের মতো সময় বাকি থাকলেও নির্বাচন প্রক্রিয়া নিয়ে দুই প্রধান রাজনৈতিক দলের মধ্যে বিরোধ নিরসনের জন্য আলাপ-আলোচনার কোন সম্ভাবনা দেখা যাচ্ছে না। উভয়দলই রাস্তায় তাদের রাজনৈতিক শক্তি দেখানোর চেষ্টা করছে। যুক্তরাষ্ট্রের উদ্যোগ থাক বা না থাক, বাংলাদেশে সংলাপ নিয়ে সবসময়ই আগ্রহ থাকে, আলোচনাও আছে।

বাংলাদেশের নির্বাচন নিয়ে পশ্চিমা দেশগুলোর নানা তৎপরতার মধ্যে উজরা জিয়ার সফরকে বেশ গুরুত্বের সঙ্গে দেখা হচ্ছে বাংলাদেশে। এই একই সময়ে বাংলাদেশে অবস্থান করছে মার্কিন মিত্র ইউরোপীয় ইউনিয়নেরও একটি প্রতিনিধি দল। কিন্তু বিদ্যমান পরিস্থিতিতে দল দুটোর মধ্যে কি সংলাপের আর কোন সুযোগ আছে? নাকি আরো একবার রাজপথকেই সমাধান ভাবছে দলগুলো?

উদ্যোগ কে নেবে?
আওয়ামী লীগ-বিএনপি বাংলাদেশের দুই বড় দল। গত ত্রিশ বছরের বেশি সময় ধরে রাজনৈতিক প্রতিদ্বন্দ্বিতায় থাকা দল দুটির মধ্যে সম্পর্ক এখন তলানিতে। এমন অবস্থায় সংলাপের সম্ভাবনা কতটা আছে সেটা একটা বড় প্রশ্ন। দল দুটি’র নিজেদের কোন উদ্যোগ নেই। তবে দোষারোপ করছে অন্যপক্ষকে।

আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য এবং কৃষিমন্ত্রী আব্দুর রাজ্জাক বলছেন, “সংলাপ হলেও তো পর্দার অন্তরালে কিছু হয় সবসময়ই। আগে বিহাইন্ড দ্য স্ক্রিন তো কিছু একটা হতে হবে। সেটা তো বিএনপি’কে বলতে হবে।’’

তবে বিএনপি আবার বলছে, আওয়ামী লীগের পক্ষ থেকেই বিএনপি’র দাবি বিষয়ে সংলাপের উদ্যোগ নিতে হবে। বিএনপি’র সাংগঠনিক সম্পাদক শামা ওবায়েদ বলেন, আমি তো সংলাপের কোন স্কোপ দেখছি না। কোন সংকেত তো আওয়ামী লীগের পক্ষ থেকে আসছে না যে তারা ডায়লগ করতে চায়। আমরা তত্ত্বাবধায়ক সরকার নিয়ে সংলাপে সবসময়ই রাজি।

নির্দলীয় সরকার বনাম সংবিধান
দুই দলের তরফ থেকে যে সংলাপের উদ্যোগ আসছে না তার মূল কারণ: সংলাপ কী ইস্যুতে হবে তা নিয়ে বিপরীত অবস্থান। সংবিধানের বাইরে গিয়ে কোন ধরণের নির্বাচনী পদ্ধতি নিয়ে আলোচনা করবে না আওয়ামী লীগ। অন্যদিক তত্ত্বাবধায়ক সরকার ছাড়া বিএনপি'ও আগ্রহী নয় কোন আলোচনায়। তত্ত্বাবধায়ক সরকারের দাবি না মানার বিষয়ে আওয়ামী লীগের অবস্থান আরো জোরালো হয়েছে, কারণ এ বিষয়ে বিদেশী প্রতিনিধিদলগুলোরও কোন চাপ নেই।

কৃষিমন্ত্রী বলছেন, “বিদেশীরা এসেছে, তারা মতামত দেবে, দিচ্ছে। তবে তারা কিন্তু কখনো বলে নাই যে, তত্ত্বাবধায়ক সরকার বা আলাদা কোন নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচন হতে হবে। বিএনপি’র এই দাবি তো আসলে সংবিধানের বাইরের দাবি। এটা মানার প্রশ্নই উঠে না।”

আওয়ামী লীগ বলছে, নির্বাচন কিভাবে সুষ্ঠু করা যাবে কিংবা নির্বাচনের পরিবেশ বা এ ধরণের কোন বিষয় নিয়ে বিএনপি চাইলে আলোচনা হতে পারে।

অতীত অভিজ্ঞতা কী?
বাংলাদেশে নির্বাচন নিয়ে আওয়ামী লীগ এবং বিএনপির মধ্যে সরাসরি বিরোধী তৈরি হয় মূলত: নব্বইয়ের দশকে সংসদীয় গণতন্ত্র শুরু পর। সে সময় বিএনপি ক্ষমতায় থাকা অবস্থায় পরবর্তী নির্বাচন কিভাবে হবে তা নিয়ে বিরোধ তৈরি হয় তখনকার প্রধান বিরোধী দল আওয়ামী লীগের সঙ্গে। সেই বিরোধের পরও গেলো ৩০ বছরে দল দুটির মধ্যে নির্বাচন নিয়ে নানা রকম সমস্যার তৈরি হয়েছে এবং সেসব সমস্যার সমাধান হিসেবে সবসময়ই সংলাপের কথা বলা হয়েছে। তবে দেশি-বিদেশী যে উদ্যোগেই হোক, এসব সংলাপ কোন ফল দেয়নি। এই ধরণের প্রথম সংলাপ হয় ১৯৯৪ সালে। কমনওয়েলথের বিশেষ দূত স্যার নিনিয়ান স্টেফানের সে উদ্যোগ অবশ্য সফল হয়নি। এরপর ২০০৬ সালে আওয়ামী লীগ-বিএনপি’র মহাসচিব পর্যায়ের সংলাপ এবং ২০১৩ সালে জাতিসংঘের প্রতিনিধি অস্কার ফার্নান্দেজ তারাংকোর উদ্যোগে সংলাপও ব্যর্থ হয়। এমনকি সর্বশেষ ২০১৮ সালে জাতীয় নির্বাচনের আগে আওয়ামী লীগের সঙ্গে বিএনপি’র নেতৃত্বে ঐক্যফ্রন্টের সংলাপও কাজে আসেনি। সবমিলিয়ে সংলাপে ফল কতটা আসবে তা নিয়ে সংশয় বহু পুরনো।

শামা ওবায়েদ বলেন, “আমরা তো ২০১৮ সালের আগে আওয়ামী লীগের সঙ্গে সংলাপে বসেছিলাম। এর ফল কী হয়েছে? আমরা পেয়েছি একটা নিশি রাতের ভোট ডাকাতি। সুতরাং এমন সংলাপে কোন লাভ নেই।”

 

সমাধান কোথায়?
বিএনপি ইতোমধ্যেই সরকারপতনের এক দফা দাবি ঘোষণা করেছে। দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের সময় যখন ঘনিয়ে আসছে, তখন দলটি স্পষ্টত:ই রাজপথে শক্তি দেখিয়ে তাদের ভাষায় দাবি আদায়ে বাধ্য করতে চায় সরকারকে। এমন অবস্থায় আওয়ামী লীগও বলছে রাজপথে মোকাবেলার কথা। দলটির সভাপতিমণ্ডলীর সদস্য ও কৃষিমন্ত্রী আব্দুর রাজ্জাক বলছেন, বিএনপি’র পক্ষে সরকারের পতন ঘটানো সম্ভব না। এই শক্তি তাদের নেই। তবে যদি রাজপথে আগের মতো সহিংসতা হয়, তাহলে আইন-শৃংখলা বাহিনী সেটা মোকাবেলা করবে।

বাংলাদেশে আওয়ামী লীগ সরকারের অধীনে ২০১৪ এবং ২০১৮ সালের ত্রুটিপূর্ণ দুটি নির্বাচনের পর এবারের জাতীয় নির্বাচন সুষ্ঠু করতে সরকারের উপর মার্কিন নেতৃত্বে পশ্চিমা দেশগুলোর চাপ আছে। কিন্তু একটি বিশ্বাসযোগ্য এবং সুষ্ঠু নির্বাচনের জন্য প্রধান দুই রাজনৈতিক দলের মধ্যে যে আস্থার সম্পর্ক দরকার সেটা এখনো গড়ে ওঠেনি। ফলে দুই দল থেকেই সংলাপের পরিবর্তে এখনো পর্যন্ত রাজপথে শক্তি প্রদর্শনের প্রবণতাই দেখা যাচ্ছে।


সূত্র : বিবিসি বাংলা