| |
               

মূল পাতা রাজনীতি ইসলামী দল নির্বাচনকালীন নিরপেক্ষ সরকারের গণদাবী মেনে নিতে হবে: জমিয়ত


নির্বাচনকালীন নিরপেক্ষ সরকারের গণদাবী মেনে নিতে হবে: জমিয়ত


রহমত নিউজ     12 July, 2023     09:53 PM    


জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের নেতৃবৃন্দ বলেছেন, আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন নিয়ে জনমনে যে অনিশ্চয়তা ও শঙ্কা তৈরী হয়েছে তার জন্য সরকারই দায়ী। সংখ্যগরিষ্ঠ জনগণের ন্যায়সঙ্গত ও যৌক্তিক দাবীকে অগ্রাহ্য করার ফলেই আজ বিদেশীদের হস্তক্ষেপের পথ সুগম হয়েছে, তাই সরকারকে একগুঁয়েমি মনোভাব পরিহার করে নির্বাচনকালীন নিরপেক্ষ সরকারের গণদাবী মেনে নিতে হবে।

আজ সংবাদ মাধ্যমে প্রেরিত এক যৌথ বিবৃতিতে জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের সভাপতি মাওলানা শায়খ যিয়া উদ্দীন,সহ-সভাপতি মাওলানা উবায়দুল্লাহ ফারুক,সহ-সভাপতি মাওলানা আব্দুর রব ইউসুফী, মহাসচিব মাওলানা মঞ্জুরুল ইসলাম আফেন্দী ও যুগ্মমহাসচিব মাওলানা বাহাউদ্দীন যাকারিয়া এ সব কথা বলেছেন।

জমিয়ত নেতৃবৃন্দ বিবৃতিতে আরো বলেন: গোটা নির্বাচনী ব্যবস্থাটাই আজ চরম ভাবে বিতর্কিত ও প্রশ্নবিদ্ধ হয়ে যাওয়ার কারণে সাধারণ ভোটাররা পর্যন্ত মনে করেন যে, দলীয় সরকারের অধীনে বাংলাদেশে সুষ্ঠু ও অংশগ্রহণমূলক নির্বাচন সম্ভব নয়।